দেশ বিদেশ

সরকার বিএনপির সঙ্গে সংলাপে বসতে বাধ্য হবে মওদুদ

স্টাফ রিপোর্টার

১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৯:৫৭ পূর্বাহ্ন

সরকার বিএনপির সঙ্গে সংলাপে বসতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গতকাল সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের আয়োজনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, শোনা যাচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে- বিনা শর্তে বিএনপির সঙ্গে সংলাপ হতে পারে, ফোনে সংলাপ হতে পারে, অনানুষ্ঠানিক সংলাপ হতে পারে। আবার শোনা যাচ্ছে বিএনপির সঙ্গে কোনো সংলাপই হবে না। তবে সরকারের পক্ষ থেকে যাই বলা হোক না কেন আর মাত্র ২-৩ মাস সময় আছে। এর মধ্যে যদি তারা শান্তিপূর্ণ সহাবস্থান না চান তাহলে এমন পরিস্থিতি সৃষ্টি হবে, সরকার বিএনপির সঙ্গে সংলাপে বসতে বাধ্য হবে। তিনি বলেন, আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট। আজকে সারা দেশে একটা ঐকমত্য সৃষ্টি হয়েছে, জনমত সৃষ্টি হয়েছে। প্রথমত আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হতে হবে, মুক্ত খালেদা জিয়াকে নিয়ে সেই নির্বাচন হতে হবে। দ্বিতীয়ত. নির্দলীয় নিরপেক্ষ একটি সরকার থাকতে হবে। তৃতীয়ত. সংসদ ভেঙে দিতে হবে এবং চতুর্থ হলো নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে পুনর্গঠন করতে হবে, নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে বাধ্য করা হবে, নতুন কমিশন হবে সমঝোতার ভিত্তিতে। আর সেনা মোতায়েন করতে হবে তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে। এই দাবিগুলোর ব্যাপারে মোটামুটি একটা ঐকমত্য সৃষ্টি হয়েছে। এটার উপর ভিত্তি করেই তাদেরকে এগিয়ে যেতে হবে। মওদুদ আহমদ বলেন, এই দাবি আদায়ের জন্য আমরা জাতীয় ঐক্য তৈরি করার চেষ্টা করছি। এই লক্ষ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। এখন আমাদের একটাই চ্যালেঞ্জ। তা হলো- গণতন্ত্রকে আবার ফিরে পেতে হবে। গণতন্ত্র মানে হলো- বিচার বিভাগের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, আইনের শাসন, মৌলিক অধিকার সংরক্ষণ। সেই গণতন্ত্র এখন নাই। এটা তাদের জন্য নয়, দেশের মানুষের মঙ্গলের জন্য ফিরিয়ে আনতে হবে। এগুলো যদি করতে না পারি তাহলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। এসময় তিনি বলেন, আমাকে জড়িয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন তা ‘অসত্য ও অরুচিশীল’। মওদুদ আহমদ বলেন, অরাজক সরকারের প্রায় ১০ বছর হতে চললো। বিনা ভোটে নির্বাচিত হওয়ায় জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা শুরু থেকেই ছিল না, এখনো নেই। জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা না থাকার অনেকগুলো উদাহরণ রয়েছে। তা হলো- বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ হ্যাকিংয়ের মাধ্যমে উধাও হয়ে গেল। ব্যাংকের ভল্টে রাখা সোনা তামা হয়ে গেল, পাথর ও কয়লা গায়েব হয়ে গেল। অথচ এসবের কারণে একজনও গ্রেপ্তার হলো না। মার্কিন রাষ্ট্রদূতের ওপর হামলা হলো তাতেও কেউ গ্রেপ্তার হলো না। এর দুটো কারণ থাকতে পারে। এক হলো- এরা সরকারের মদতপুষ্ট মানুষ। আরেকটা হলো দুইপক্ষের জন্য দুই আইন। নিজেদের বেলায় প্রয়োগ হবে না। কিন্তু বিরোধী দলের নেতাকর্মীদের জন্য প্রয়োগ হবে। তিনি বলেন, সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে নতুন করে প্রমাণিত হলো এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। সেখানে সবকিছু করেছে পুলিশ আর আইনশৃঙ্খলা বাহিনী। সরকারি বাহিনীর কার্যক্রম দেখলে মনে হয় না দেশে কোনো সরকার আছে।
আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, সিইসি বলেছেন নির্বাচনে কারচুপি হবে না- এ কথার নিশ্চয়তা দেয়া যাবে না। আমার কথা হলো- তাহলে বসে আছেন কেন? পদত্যাগ করুন। যিনি সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিতে পারবেন তিনি নির্বাচন করাবেন। তিনি বলেন, বিএনপি আন্দোলনে যাওয়া মানেই হরতাল দিতেই হবে। তাতে যদি সরকার বাধা দেয় তাহলে অরাজক পরিস্থিতি তৈরি হবেই। আমরা সেদিকে যেতে চাই না। বিএনপিকে হেলাফেলা করবেন না। আন্দোলন এতদিন দেখেননি, আগামীতে দেখবেন। একটা কথা পরিষ্কার। উপরে আল্লাহ আছে, নিচে খালেদা জিয়া। তার সঙ্গে কথা বলেন। বর্তমান সংকটের সমাধান তার কাছেই আছে। নিরপেক্ষ নির্বাচন আপনাদেরকে দিতেই হবে। সেই নির্বাচনে খালেদা জিয়া অংশ নেবে এবং বিজয়ীও হবে।
সংগঠনের সভাপতি ডা. মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, অপরাজেয় বাংলাদেশের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন হুমায়ুন প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status