খেলা

ভয়কে জয় করতে চান হকি কোচ

স্পোর্টস রিপোর্টার

১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৯:৫৩ পূর্বাহ্ন

কোচ গোবিনাথন কৃষ্ণমূর্তি মনে করেন বাংলাদেশের খেলোয়াড়দের বড় সমস্যা ভয়। শক্তিশালী কোনো দলের বিপক্ষে খেলতে গেলেই ভয়ে কাঁপে বাংলাদেশের খেলোয়াড়রা। আর শিষ্যদের মন থেকে এই ভয় তাড়াতে চান বাংলাদেশ হকি দলের মালয়েশিয়ান এই হকি কোচ । এ লক্ষ্যে কাজ করছেন তিনি। এশিয়ান গেমস সামনে রেখে কোচ গোবিনাথন কৃষ্ণমূর্তি বলেন, খেলতে নেমে প্রতিপক্ষকে ভয় করলে স্বাভাবিক পারফরম্যান্স করা যায় না। আমি চেষ্টা করছি এই ভয়টা দূর করতে। আশা করছি, ৫০ থেকে ৬০ ভাগ ভয় তাড়াতে পেরেছি। ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমস মিশন শুরুর আগে সেখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। জিমি-চয়নদের ওই প্রস্তুতি ম্যাচ হবে ভারতের বিপক্ষে। ম্যাচটি হবে ৩ কোয়ার্টারের। অর্থাৎ ৪৫ মিনিটের ম্যাচ খেলবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ দলের মালয়েশিয়ান কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তি মনে করেন, এশিয়ান গেমস শুরুর আগে এ ম্যাচটি হবে তার শিষ্যদের পরখ করার শেষ সুযোগ। ভারতে ৬ ও দক্ষিণ কোরিয়ায় ৫টি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ১২তম প্রস্তুতি ম্যাচটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বাংলাদেশ কোচ। লম্বা প্রস্তুতি নিয়ে পিছিয়ে থাকা দলগুলোকে হারানোর পাশাপাশি এগিয়ে থাকা দলগুলোর সঙ্গে লড়াই করতে চায় বাংলাদেশ।
ভারত ও দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরে হকি দলের। অনুশীলন চলছে দুইভাগে। পেনাল্টি কর্নার স্পেশালিস্টদের নিয়ে অনুশীলন শুরু হয়। পরে ম্যাচ প্র্যাকটিস করেন খেলোয়াড়রা। ১৮ই আগস্ট ইন্দোনেশিয়ায় শুরু হবে এশিয়ান গেমস। পুরুষ হকি শুরু ২০শে আগস্ট। প্রথমদিনই বাংলাদেশের সামনে ওমান। যে ম্যাচটিকে ফাইনাল মনে করছেন জিমিদের মালয়েশিয়ান কোচ গোবিনাথন কৃষ্ণমূর্তি। মওলানা ভাসানী স্টেডিয়ামে টানা ১০ দিনের অনুশীলন শেষে জিমি-চয়নরা ইন্দোনেশিয়ার পথে উড়াল দেবে ১৫ই আগস্ট। ‘বি’ গ্রুপে ওমান ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড ও কাজাখস্তান। ধরেই নেয়া যায় পাকিস্তান-মালয়েশিয়ার কাছে হারবে বাংলাদেশ। জিতবে থাইল্যান্ড ও কাজাখস্তানের বিপক্ষে। ওমানের সঙ্গে কী হবে তা বলতে পারছেন না কেউ। এমনকি কোচ গোবিনাথনও এ ম্যাচ নিয়ে বেশি চিন্তিত। এ ম্যাচের ফল পক্ষে না এলে যে অর্জিত হবে না বাংলাদেশের লক্ষ্য। এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্যটা কী জানতে চাইলে কোচ গোবিনাথন বলেন, আমাদের চেয়ে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলগুলোকে হারাতে চাই আর ফাইট করতে চাই উপরের দলগুলোর সঙ্গে।’ এশিয়ান গেমস উপলক্ষে ওমান ৪৫ দিন প্রস্তুতি নিয়েছে নেদারল্যান্ডসে। দলটির পেছনে ওমান হকি ফেডারেশনের বিস্তর ব্যয়। সুযোগ-সুবিধায় ওমানের চেয়ে পিছিয়ে বাংলাদেশ উল্লেখ করে গোবিনাথন বলেন, ‘এই এশিয়ান গেমস সামনে রেখেই ওমান ৪৫ দিনের ক্যাম্প করেছে নেদারল্যান্ডসে। আসলে ধারাবাহিক ও সঠিক অনুশীলন না করলে ভালো ফল করা সম্ভব না।’
এশিয়ান গেমসকে সামনে রেখে জিমিদের অনুশীলন শুরু হয়েছে জুনের প্রথম সপ্তাহে। এরপর বাংলাদেশ ভারতে গিয়ে ৬টি প্রস্তুতি ম্যাচ খেলেছে। যার সবক’টিতে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর বাংলাদেশ দক্ষিণ কোরিয়া গিয়ে স্বাগতিকদের এশিয়ান গেমসের দলের কাছে ৫ ম্যাচ খেলে একটিতে ড্র করে ও ৪টিতে হার দেখে। এবারের এশিয়ান গেমসে গ্রুপে বাংলাদেশের ৫ প্রতিপক্ষের মধ্যে র‌্যাংঙ্কিয়ে সবার উপরে পাকিস্তান। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দেশটির অবস্থান ১৩, এশিয়ায় ২। তারপরই আছে মালয়েশিয়া। বাংলাদেশ এশিয়ায় ৭ নম্বরে, বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৩১। আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের প্রধান প্রতিপক্ষে পরিণত হওয়া ওমান র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে। মধ্যপ্রাচ্যের এ দেশটির ওয়ার্ল্ড র‌্যাংকিং ৩৩ ও এশিয়ায় ৮। থাইল্যান্ড ও কাজাখস্তানের এশিয়ান র‌্যাংকিং ১৮। চার বছর আগে ইনচিয়ন এশিয়ান গেমসে বাংলাদেশের দেখা হয়েছিল মালয়েশিয়া ও ওমানের সঙ্গে। গ্রুপ ম্যাচে মালয়েশিয়ার কাছে ৫-১ গোলে হেরেছিল জিমিরা। স্থান নির্ধারণী ম্যাচে ওমানের কাছে ৩-২ গোলে হেরে অষ্টম হয়ে গেমস শেষ করে লাল-সবুজ জার্সিধারীরা।
বাংলাদেশের ম্যাচগুলো
২০শে আগস্ট : ওমান
২২শে আগস্ট : কাজাখস্তান
২৪শে আগস্ট : মালয়েশিয়া
২৬শে আগস্ট : থাইল্যান্ড
২৮শে আগস্ট : পাকিস্তান
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status