খেলা

বাংলাদেশের সঙ্গে পয়েন্টের ফারাক কমলো শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক

১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৯:৫১ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে সিরিজ জিতলেও র‌্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে গেছে তারা। রোববার সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে সফরকারী প্রোটিয়াদের লজ্জায় ডোবায় লঙ্কানরা। কলম্বোয় শ্রীলঙ্কার ২৯৯/৮ সংগ্রহের জবাবে মাত্র ১২১ রানে গুঁড়িয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। আগে ব্যাটিংয়ে লড়াকু ব্যাটিং ৯৭ বলে হার না মানা ৯৭ রানের ইনিংস খেলেন শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। জবাবে প্রোটিয়াদের ব্যাট হাতে যা একটু লড়াই করেন অধিনায়ক কুইন্টন ডি কক। ৫৭ বলে ৫৪ রান করেন এ প্রোটিয়া ওপেনার। ইনিংসে ব্যক্তিগত এক অঙ্কের রানে সাজঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকার ৭ ব্যাটসম্যান। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৯ ওভারের স্পেলে ২৯ রানে ছয় উইকেট নেন লঙ্কান অফস্পিনার আকিলা ধনাঞ্জয়া। শ্রীলঙ্কাকে সিরিজের শুরুর তিন ম্যাচে বলতে গেলে সুযোগই দেয়নি দক্ষিণ আফ্রিকা। টানা তিন জয়ে সিরিজ নিশ্চিত করে সফরকারীরা। তবে পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে থেকে লঙ্কানদের বিপক্ষে খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং পয়েন্ট ছিল ১১৩। আর ১১২ পয়েন্ট নিয়ে চারে ছিল নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পরও ৩ রেটিং পয়েন্ট হারিয়েছে প্রোটিয়ারা। এখন তাদের পয়েন্ট ১১০। এতে র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে উঠে গেছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই জয়ে ৩ রেটিং পয়েন্ট যোগ হয়েছে শ্রীলঙ্কার। এতে অবস্থানের পরিবর্তন না হলেও বাংলাদেশের সঙ্গে পয়েন্টের ফারাক কমেছে শ্রীলঙ্কার। র‌্যাঙ্কিংয়ের অষ্টম স্থানে শ্রীলঙ্কার সংগ্রহ ৮০ পয়েন্ট। সাত নম্বরে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯২। সর্বশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১এ সিরিজ জিতলেও ১ রেটিং পয়েন্ট কাটা পড়ে বাংলাদেশের। ১২৭ রেটিং পয়েন্ট নিয়ে এখন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ইংল্যান্ড। ১২১ পয়েন্টে দ্বিতীয় অবস্থানে ভারত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status