বিশ্বজমিন

যুক্তরাষ্ট্র আমাদের পিঠে ছুরি মেরেছে: এরদোগান

মানবজমিন ডেস্ক

১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৯:২৯ পূর্বাহ্ন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের পিঠে ছুরি মেরেছে। তুরস্কের মুদ্রা লিরার মূল্যমানে ধস নামার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক বর্তমানে নিচের দিকে। চলমান এ বিবাদকে কেন্দ্র করেই এরদোগান এ কথা বললেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
খবরে বলা হয়েছে, তুরস্কে আটক একজন আমেরিকান যাজককে নিয়ে কূটনৈতিক বিবাদের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র দেশটি থেকে ইস্পাত ও এলুমিনিয়াম আমদানির ক্ষেত্রে দ্বিগুণ শুল্ক আরোপ করেছে। এতে ডলারের বিপরীতে লিরার মূল্যমান ক্রমাগত কমছে। এশিয়ার বাজারে এক পর্যায়ে লিরার দাম ৭ দশমিক ২৪-এ নেমে যায়। তবে এখন তা কিছুটা স্থিতিশীল হয়েছে। এরপর, ট্রাবজন শহরে সমর্থকদের এক সভায় প্রেসিডেন্ট এরদোগান বলেন, যারা সারা বিশ্বের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ চালাচ্ছে, তাদের প্রতি আমাদের জবাব হবে নতুন নতুন বাজার এবং মিত্র বের করার পথে এগিয়ে যাওয়ার। এসময় এরদোগান বলেন, ‘কৌশলগত মিত্র হয়েও যুক্তরাষ্ট্র আমাদের পিঠে ছুরি মেরেছে।’
প্রেসিডেন্ট এরদোগান যুক্তরাষ্ট্রের আচরণকে অগ্রহণযোগ্য আখ্যায়িত করে বলেন, তুরস্ক জিম্মি হয়ে পড়েছে। তারা ধাতু এবং ইস্পাতের ওপর শুল্ক বাড়িয়েছে। এটা বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের মধ্যে পড়ে না। তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যেই বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবসা সহজতর করা এবং যত তারল্য দরকার তা দেয়ার জন্য পদক্ষেপ নিয়েছে। কিন্তু সুদের হার বাড়ায় নি। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, তারা দেশটির অর্থখাতের স্থিতিশীলতা ধরে রাখতে সবরকম পদক্ষেপই নেবে।
উল্লেখ্য, দু’বছর ধরে তুরস্কে একজন আমেরিকার ধর্মযাজক বন্দি আছেন। যাকে এরদোগানবিরোধী অভ্যুত্থান এবং কুর্দি ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংশ্লিষ্টতার জন্য অভিযুক্ত করা হয়। এ নিয়ে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিবাদের সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্র তার মুক্তি দাবি করলেও তুরস্ক তাকে ছেড়ে দিতে অস্বীকার করে। এর পরই প্রেসিডেন্ট ট্রাম্প তুরস্কের ইস্পাত ও এলুমিনিয়ামের ওপর শুল্ক দ্বিগুণ বাড়িয়ে দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status