বাংলারজমিন

ভৈরবে ৩ লাশ উদ্ধার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৯:২৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের ভৈরবে পৃথক ঘটনায় একদিনে দুই খুনসহ ৩ লাশ উদ্ধার করেছে পুলিশ। এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম শাহীন মিয়া। শহরের কালিপুর মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এর ১২ ঘণ্টা পার না হতেই গতকাল দুপুরে রেল সেতু এলাকায় ছিনতাইকৃত মালামালের ভাগবাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে মারামারির সময় ছুরিকাঘাতে এক ছিনতাইকারী নিহত হয়েছে। এই ঘটনায় আরো দুইজন আহত হয়। ফলে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ ছাড়াও উপজেলার সাদেকপুর থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, কালিপুর বাদশা বিলের বাসিন্দা নিহত শাহীন। সে পেশায় একজন নির্মাণ শ্রমিক। শাহীনের এক বন্ধু তার কাছে ১৮শ’ টাকা পায়। এ নিয়ে গতকাল বিকালে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাত ১০টার দিকে কয়েকজন যুবক বাড়ি থেকে শাহীনকে ডেকে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে নিহতের স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পরিবারের সদস্যদের ধারণা দেনা-পাওনাকে কেন্দ্র করেই শাহীনকে খুন করা হয়েছে। এদিকে গতকাল দুপুরে শহরের পুরাতন রেল সেতু এলাকায় ছিনতাইকৃত মালামালের ভাগবাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে মারামারির একপযর্ায়ে ছুরিকাঘাতে ছিনতাইকারী দলের বাপ্পী নামে এক সদস্য নিহত হয়েছে। সে শহরের চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এসময় আরো দু’জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে উপজেলার সাদেকপুর এলাকার হিন্দুপাড়া থেকে বন্যা নামে তেরো বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু, এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা এই নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, এই বয়সে কেন আত্মহত্যা করতে যাবে। এমন কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তারা। তবে, ময়না তদন্তের পরেই বেরিয়ে আসবে আসল রহস্য এমনটাই দাবি পুলিশের। হঠাৎ করে শহরে একদিনে দুই খুনের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে সবার মনে। ফলে নিরাপদ বসবাস নিয়েও দুশ্চিন্তায় ভুগছেন শহরবসী। জানতে চাইলে ভৈরব থানার ওসি মোখলেছুর রহমান দুইটি খুনসহ এক কিশোরীর লাশ উদ্ধারে সত্যতা নিশ্চিত করে বলেন, শহরের চিহ্নিত ছিনতাইকারী দলের একজন সক্রিয় সদস্য ছিল নিহত বাপ্পী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া শাহীন হত্যাকাণ্ডে মামলার প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, বন্যার লাশের ময়না তদন্ত শেষে এটি হত্যা নাকি আত্মহত্যা তা বেরিয়ে আসবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status