দেশ বিদেশ

তাইওয়ানে হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত ৯

মানবজমিন ডেস্ক

১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৯:২৮ পূর্বাহ্ন

তাইওয়ানের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো কয়েক ডজন মানুষ। সোমবার ভোরে সেখানকার নিউ তাইপে শহরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, শহরের ওয়েফু হাসপাতালের সপ্তম তলায় একটি ওয়ার্ডে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাতের শেষাংশে আগুন লাগার কারণে বেশি মানুষ হতাহত হয়েছে। রোগী ও হাসপাতালের কর্মকর্তাসহ আহত অন্তত ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। ঠিক কি কারণে আগুন লেগেছে তা এখনো পরিষ্কার না। তবে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
আগুন লাগার পর ভবনটি থেকে চিকিৎসাধীন ৩৩ জন ও ৩ কর্মকর্তাকে নিরাপদে সরিয়ে নিয়েছে উদ্ধারকর্মীরা। রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম সিএনএ’র খবরে বলা হয়েছে, সংশ্লিষ্ট ওয়ার্ডটিতে ধোঁয়া নির্গমনের জন্য পর্যাপ্ত সরঞ্জামের ব্যবস্থা ছিল না।
উল্লেখ্য, তাইওয়ানে অগ্নিকাণ্ড খুবই সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। সেখানে অগ্নি নির্বাপণ আইন যথাযথভাবে অনুসরণ করা হয় না। এর আগে ২০১২ সালেও একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ জন নিহত হয়। এতে আহত হয় ৬০ জনেরও বেশি মানুষ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status