বাংলারজমিন

রূপগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৯:২৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পেটে পাথর থাকা এক রোগীর অস্ত্রোপচারকালে চিকিৎসক নাড়ি কেটে ফেলেছেন বলে তার স্বজনরা অভিযোগ করেছেন। এতে এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ে গত রোববার রাতে মারা যান তিনি। এ ঘটনায় হাসপাতালের ১১ পরিচালকসহ চিকিৎসকের বিরুদ্ধে  রোববার রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার ভুলতা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে। রোগীর দেবর সেলিম মিয়া জানান, তিনি উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি গ্রামের সিরাজুল মেম্বারের ছেলে। ২৮শে জুলাই তার ভাবী সুলতানা আক্তার (৩০) পেটে ব্যথা অনুভব করলে বড় ভাই শামীম মিয়াসহ তিনি তার ভাবীকে উপজেলার ভূলতা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক ডা. সালমা আক্তার রোগীর জরায়ুতে পাথর হয়েছে বলে স্বজনদের জানান। এরপর হাসপাতালের পরিচালকদের প্ররোচনায় ৪ঠা আগস্ট রাতে উক্ত হাসপাতালে তার ভাবীকে অস্ত্রোপচার করানো হয়। অস্ত্রোপচারের পরে রোগীর অবস্থা মারাত্মক অবনতির দিকে ধাবিত হলে ৬ই আগস্ট ভোরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকেরা জানিয়েছেন অস্ত্রোপাচারের সময় রোগীর নাড়ি কেটে গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে ৮ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত রোববার রাতে মারা যান সুলতানা আক্তার। এ ঘটনায় নিহতের দেবর সেলিম মিয়া বাদী হয়ে ভূলতা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ১১ পরিচালক সহ চিকিৎসকের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। হাসপাতালের পরিচালক আবদুল আউয়াল বলেন, যদি তদন্ত করে প্রমাণ হয় অপারেশনকালে আমাদের কোনো কর্মকর্তা অথবা হাসপাতালের চিকিৎসকদের কোনো ত্রুটি কিংবা গাফিলতি ছিল তাহলে অবশ্যই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, ত্রুটিপূর্র্ণ চিকিৎসায় একজনের মৃত্যু হয়েছে এমন সংবাদ পেয়েছি। রোগীর স্বজনদের পক্ষ থেকে একটি অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশও পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজুসহ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status