বাংলারজমিন

মৌলভীবাজারে হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৯:২৭ পূর্বাহ্ন

আসন্ন ঈদুল আজহা ও দুর্গা পূজায় মাসিক বেতনের সমপরিমাণ উৎসব বোনাস প্রদান, ৮ ঘণ্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক প্রদানসহ শ্রম আইন বাস্তবায়ন এবং হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি কার্যকর করার দাবিতে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্ট:২৩০৫) বিক্ষোভ মিছিল করেছে। বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন রেজি: নং বি-২০৩৭ এর আয়োজনে গতকাল বিকালে শহরের কোর্ট রোডস্থ কার্যালয় হতে মিছিলটি বের হয়ে কোর্ট রোড, চৌমুহনা, শমশেরনগর রোড প্রদক্ষিণ করে পুনরায় চৌমুহনা চত্বরে গিয়ে সমাবেশ করে। মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজি: নং চট্ট:২৩০৫ এর সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সোহেল আহমেদ, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজি: নং চট্ট:২৩০৫ এর সাধারণ সম্পাদক মো. শাহীন মিয়া, কোষাধ্যক্ষ তারেশ বিশ্বাস সুমন, হোটেল শ্রমিক ইউনিয়ন সদর উপজেলা কমিটির সহ-সভাপতি মো. কবির মিয়া ও কামাল আহমেদ, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রাজীব ও মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজি: নং চট্ট:২৪৫৩ এর কোষাধ্যক্ষ মো. গিয়াস মিয়া। সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের কষ্টার্জিত মুনাফায় মালিকরা মহাধুমধামে ঈদ উদযাপন করলেও তাদের প্রতিষ্ঠানের কর্মরত শ্রমিকদের আইনগত ন্যায্য উৎসব বোনাস প্রদান করেন না, এমনকি কোনো কোনো ক্ষেত্রে শ্রমিকদের মাসিক বেতনও মালিকরা ঠিকমতো পরিশোধ করেন না। ঈদ ও পূজার সময় অধিকাংশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিকদের কোনো ছুটিও প্রদান করা হয় না। আর যে সকল শ্রমিকদের ছুটি দেয়া হয় তাদের ছুটির দিনের বেতনও দেয়া হয় না। অথচ সরকার বাংলাদেশ শ্রম বিধিমালা-২০১৫ অনুযায়ী সকল শ্রমিককে উৎসব বোনাস প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status