বাংলারজমিন

বরগুনায় গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

বরগুনা প্রতিনিধি

১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৯:২৫ পূর্বাহ্ন

বরগুনায় গণপিটুনিতে আহত ও হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আল-আমিন (৩০) মারা গেছে। গতকাল ভোর রাত ৩টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। রোববার রাত ৮টার দিকে বরগুনা সদর উপজেলার দক্ষিণ  হেউলিবুনিয়া এলাকায় গণপিটুনির শিকার হয় আল-আমিন। তিনি দক্ষিণ  হেউলিবুনিয়া এলাকার মোহাম্মদ ইউনুসের ছেলে। আল-আমিনের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দক্ষিণ  হেউলিবুনিয়া গ্রামের বিপুল হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি সে। একাধিক স্থানীয় বাসিন্দা জানান, আল-আমিন দীর্ঘদিন ধরে দক্ষিণ হেউলিবুনিয়া ও এর আশপাশ এলাকায় ইভটিজিং, নিরীহ মানুষকে মারধর ও ভয়-ভীতি প্রদান, মাদক ব্যবসাসহ নানা অপরাধে সরাসরি জড়িত ছিলেন। আল-আমিনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করলেও মেলেনি কাঙ্ক্ষিত প্রতিকার। এরপর অতিষ্ঠ এলাকাবাসী রোববার রাতে দক্ষিণ  হেউলিবুনিয়া এলাকার একটি দোকানে সামনে তাকে গণপিটুনি দিয়ে চোখ উৎপাটনের চেষ্টা করে। এ সময় আল- আমিনের স্বজনদের কাছে খবর পেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগোলাম আহাদ সোহাগ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। রাত ৩টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আল-আমিন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status