এক্সক্লুসিভ

সিইসির সঙ্গে দ্বিমত হতে পারে মতবিরোধ নেই- মাহবুব তালুকদার

স্টাফ রিপোর্টার

১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৯:২০ পূর্বাহ্ন

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে অনেক বিষয়ে দ্বিমত হলেও নিজেদের মধ্যে কোনো মতবিরোধ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে বর্তমান কমিশন বদ্ধপরিকর। গতকাল সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহবুব তালুকদার এসব কথা বলেন। ‘নির্বাচনে অনিয়ম হবে না- এর নিশ্চয়তা দেয়া যায় না’- এমন মন্তব্য করে সম্প্রতি সমালোচনার মুখে পড়েন সিইসি কেএম নূরুল হুদা। এ বক্তব্যের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিইসিকে সংযতভাবে কথা বলার পরামর্শ দেন।

ওইদিন চার নির্বাচন কমিশনার জানান, তারা সিইসির বক্তব্যের সঙ্গে একমত নন। পরদিন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সিইসিকে অভয় দেন এবং দেশবাসীর ওপর আস্থা রাখতে বলেন। এসব বক্তৃতার পরিপ্রেক্ষিতে সিইসির সঙ্গে নির্বাচন কমিশনারদের দূরত্বের বিষয়টি গণমাধ্যমের খবরে আসে। এর প্রতিক্রিয়ায় গতকাল নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, নির্বাচন কমিশন সম্পর্কে নানা রকম দ্বিধাদ্বন্দ্বের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ নিয়ে বিভিন্নজন ছবকও দিয়েছে। পত্রিকায় এমন সংবাদও বেরিয়েছে যে সিইসি ও আমার মধ্যে মতবিরোধ রয়েছে। কিন্তু আমাদের মধ্যে কোনো মতবিরোধ আছে বলে আমি মনে করি না।

কোনো নির্দিষ্ট বিষয়ে আমাদের দ্বিমত হতেই পারে। কিন্তু তা মতবিরোধ হিসেবে গণ্য করা যায় না। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে বর্তমান নির্বাচন কমিশন বদ্ধপরিকর উল্লেখ করে মাহবুব তালুকদার আরও বলেন, পাঁচজন নির্বাচন কমিশনার মিলে একক সত্ত্বা। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে বলে আমি বিশ্বাস করি। আমরা সব কমিশনার দেশবাসীকে একযোগে একটি ‘ভালো’ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। সাংবিধানিকভাবে আমাদের দায়িত্ব-কর্তব্য পালনে আমরা সচেতন রয়েছি।

উল্লেখ্য, এর আগে সিটি নির্বাচনে এমপিদের প্রচারণায় অংশ নেয়ার বিরোধিতা করে কমিশন সভায় নোট অব ডিসেন্ট দেন মাহবুব তালুকদার। ওই সময় নির্বাচন কমিশনারদের মধ্যে বিভক্তি দেখা দেয়। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন নিয়ে মাহবুব তালুকদারের বক্তব্যে দ্বিমত পোষণ করেন সিইসি। এছাড়া গত বছর নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বদলি ও পদোন্নতিজনিত একটি ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইউনোট দিয়েছিলেন এই নির্বাচন কমিশনার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status