এক্সক্লুসিভ

রাজু খুন নিয়ে সিলেটে নানা আলোচনা

ওয়েছ খছরু, সিলেট থেকে

১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৯:১৯ পূর্বাহ্ন

তোলপাড় সিলেটজুড়ে। রাজু খুন নিয়ে নানা আলোচনা। সম্প্রতি সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর সুনজরে পড়েছিলেন নিহত ছাত্রদল নেতা ফয়জুল হক রাজু। রাজু কথায় ও কাজে মিল রাখতেন। তার বাড়ি মৌলভীবাজারের রাজনগরে। নিজ এলাকার ছাত্রদল নেতা হওয়ার কারণে আরিফ তাকে পছন্দ করতেন বেশি। আর সেটি মেনে নিতে পারেননি আরিফের দীর্ঘ দিনের ঘনিষ্ঠজন ছাত্রদল নেতা আব্দুর রকিব। রাজু যখনই আরিফের কাছে আসতো রকিব সেখান থেকে চলে যেতেন। নির্বাচনী প্রচারণার সময় নগরীর কুমারপাড়ায় আরিফুল হক চৌধুরীর গাড়ি বহরের সামনেই রাজুর সঙ্গে দ্বন্দ্বে জড়ায় রকিব, দিনার সহ অন্যরা।

এ সময় রাজু তাদের ধাওয়া দিয়ে ওই এলাকা থেকে তাড়িয়ে দেয়। বিষয়টি আরিফুল হক চৌধুরীর নজরে যাওয়া মাত্রই তিনি মীমাংসা করে দেন। রাজু খুনের ঘটনার পর থেকে কাঁদছেন আরিফুল হক চৌধুরী। গতকাল নিজ বাসায় মানবজমিনের সঙ্গে কথা বলার সময় তিনি বললেন- ভালো হয়েছে আমি আমার শত্রু চিনতে পেরেছি। আগে-ভাগেই সর্তক থাকা গেলো। ওদের আর আমি ঠাঁই দেবো না।’ তিনি খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সিলেটের কোতোয়ালি থানার ওসি মোশারফ হোসেন জানিয়েছেন- নিহত রাজুর পরিবার থেকে এখনো মামলা দেয়া হয়নি। আটককৃত তিন ছাত্রদল নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিহত রাজুর পিতা ফজর আলী জানিয়েছেন- ‘তার ভাই মামলার বিষয়টি দেখছেন। এ ছাড়া ঘটনায় আহত তার ভাগিনা এখনো ওসমানী হাসপাতালে ভর্তি। তারা তো দেখেছে কারা রাজুকে খুন করেছে। এ কারণে প্রকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দেবো। অযথা যাতে কেউ আসামি না হয় সেদিকে আমরা নজর দিচ্ছি। রাতে থানায় এজাহার নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।’ পারিবারিক সূত্র জানিয়েছে- গতকাল রাতে রাজুর হত্যার ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।

আর এই অভিযোগে তারা আব্দুর রকিবকে দায়ী করেছেন। পাশাপাশি ১৮-২০ জনের নাম উল্লেখ করেছেন। এদিকে- রাজু খুনের ঘটনায় ক্ষুব্ধ বিএনপির কেন্দ্রীয় নেতারা। রাজু খুনের সময় সিলেটেই অবস্থান করছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন ও সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন। কলিম উদ্দিন মিলন মানবজমিনকে জানিয়েছেন- যারা রাজুকে খুন করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন- রাজু খুনের ঘটনা গুরুত্ব দিয়ে দেখছে বিএনপি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ ধরনের ঘটনা কোনো ভাবেই সহ্য করা হবে না। মহানগর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতিউল বারী খুরশেদ জানান- ছাত্রদল নেতা জিলু ও শীমুর খুনিদের দলের নেতারা মদত দিয়েছেন। এ কারণে রাজু খুন হলো। দল থেকে খুনিদের বর্জন করতে পারলেই সিলেটে খুনের রাজনীতি কমে আসবে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে- নিজেকে নির্দোষ দাবি করে ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন সিলেট ছাত্রদলের সিনিয়র নেতা আব্দুর রকিব। তিনি দাবি করেছেন- খুনের ঘটনার সময় তিনি ওই এলাকাতে ছিলেন না। তিনি জানেন না কারা রকিবকে খুন করেছে। তিনিও রকিবের খুনিদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।

বিক্ষোভ : রাজু খুনের ঘটনার পর থেকে সিলেটে ক্ষোভ কমছে না। গতকালও সিলেট ছাত্রদলের একটি গ্রুপ নগরীতে বিক্ষোভ করেছে। এ সময় তারা রাজুর খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিক্ষোভ মিছিলটি মিরাবাজার থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বদরুল আজাদ রানার সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক কর্মসূচি প্রণয়ন ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইমরানুল ইসলাম জাসিম এবং এমসি কলেজ ছাত্রদলের সদস্য সচিব দেলওয়ার হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. নুরুল আমিন, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমদ, মহানগর ছাত্রদলের সদস্য শাহাদত খান, মহানগর ছাত্রদলের সাবেক সহ প্রচার সম্পাদক ঝলক আচার্য্য প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status