বাংলারজমিন

কুলাউড়ায় বিরল প্রজাতির প্রাণী আটক

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৯:১৪ পূর্বাহ্ন

কুলাউড়ায় লেজবিহীন বিরল প্রজাতির এক প্রাণীকে আটক করা হয়েছে। উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কবিরাজী গ্রামে এলাকাবাসীর ফাঁদে ধরা পড়ে প্রাণীটি। গতকাল ১২ই আগস্ট রাতে গ্রামের রাস্তা দিয়ে পথচারী যাওয়ার সময় হঠাৎ আক্রমণ করে বসে ওই প্রাণীটি। এসময় তার আক্রমণে আহত হয় এক যুবক। পরে যুবকের চিৎকারে এলাকার লোকজন এসে কৌশলে ফাঁদ পেতে প্রাণীটিকে আটক করে পিঞ্জিরায় বন্দি করে রাখে। প্রাণীটির লেজ নেই। ওই গ্রামের বাসিন্দা সাংবাদিক মো. তাজুল ইসলাম জানান, এই ধরনের প্রাণী তারা কখনো দেখেননি। এলাকার মানুষ প্রাণীটিকে দেখতে ভিড় করছে। গাজীপুর বনবিভাগের কর্মকর্তা রিয়াজ উদ্দিন জানান, প্রাণীটি লজ্জাবতী বানর হতে পারে। এটি অনেকটা বিলুপ্তির পথে। প্রাণীটিকে উদ্ধার করে স্থানীয় পাহাড়ে অবমুক্ত করা হবে।

সাংবাদিকদের অনশন
এদিকে দেশব্যাপী সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে কুলাউড়ায় সাংবাদিকরা প্রতীকী অনশন করেছেন। বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের উদ্যোগে ১৩ই আগস্ট সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা শহীদ মিনারে ২ ঘণ্টা প্রতীকী অনশন চলে। এতে অংশ নেন সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন (দিনকাল), সাবেক সভাপতি প্রভাষক মানজুরুল হক (ইনকিলাব), প্রেস ক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন (নয়াদিগন্ত), সাংবাদিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন কবির (মানবজমিন), সহ-সভাপতি মো. তাজুল ইসলাম (মানবঠিকানা), সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম (ভোরের ডাক), সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী (বাংলাদেশের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ (সিলেট মানচিত্র), কোষাধ্যক্ষ আফাজুর রহমান চৌধুরী ফাহাদ (২৪ টুডে নিউজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল (সীমান্তের ডাক), প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক (মানবঠিকানা), নির্বাহী সদস্য শহীদুল ইসলাম তনয় (মানবঠিকানা), এম. আতিকুর রহমান আখই (অর্থকাল), শাকির আহমেদ (বাংলাদেশ টুডে), দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আব্দুল আহাদ, এস. আলম সুমন (সীমান্তের ডাক) শাহ্‌ আলম শামীম (কাজীরবাজার) প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status