বাংলারজমিন

পাকুন্দিয়ায় আনন্দ র‌্যালি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৯:১৩ পূর্বাহ্ন

পাকুন্দিয়া কলেজকে সরকারি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মো. সোহ্‌রাব উদ্দিনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালি করেছে কলেজ কর্তৃপক্ষ। গতকাল সোমবার সকালে কলেজ গভর্নিং বডি, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি পৌরসদর বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে কলেজের অধ্যক্ষ মো.কফিল উদ্দিন এর সভাপতিত্বে প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ আবদুল্লাহ আল মনসুর, সহকারী অধ্যাপক সাদেক আকন্দ, প্রভাষক চিত্ত রঞ্জন বর্মণ ও জাহাঙ্গীর আলম প্রমুখ।
অধ্যক্ষ মো.কফিল উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, কলেজটি চূড়ান্ত সরকারি হওয়ায় আমরা আনন্দিত। এর মধ্য দিয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকবৃন্দ আরও বেশি আন্তরিক হয়ে কাজ করবে। এজন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. সোহ্‌রাব উদ্দিনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status