বাংলারজমিন

‘মাদকের সঙ্গে জড়িতদের সমাজচ্যুত করুন’

চট্টগ্রাম প্রতিনিধি

১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৯:১৩ পূর্বাহ্ন

মাদক ব্যবসায় জড়িত ও  সেবনকারীদের সমাজচ্যুত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল দুপুরে চট্টগ্রাম মহানগরীর পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সন্ত্রাস জঙ্গিবাদ, মাদকবিরোধী এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, একটা মানুষকে সর্বনাশের পথে ঠেলে দেয় মাদক। মাদক শুধু একজন মানুষকে নয় একটা পরিবার, সমাজকে ধবংসের দিকেও ঠেলে দেয়। আর জঙ্গিবাদ নতুনভাবে আভির্ভূত হয়েছে। এটা শুধু বাংলাদেশ নয়-এটা বিশ্বব্যাপী একটি সমস্যা। তিনি বলেন, আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী। ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইসলাম ধর্মে জঙ্গিবাদের স্থান নেই। মাদকের স্থান নেই। খুন খারাবি করে কেউ বেহেশতে যাওয়ার বিধান নেই ইসলাম ধর্মে।
সিটি মেয়র বলেন, মাদক একটি ঘৃণিত অপরাধ। তাই পাপ সর্বদাই বর্জনীয়। কিন্তু পাপীকে বর্জন করা বা ঘৃণা করা ঠিক নয়। কেননা মানুষ অনেক সময় পাপ করে নানা কারণে। ইচ্ছা করে হয়তো সে তা করেনি। তাদের বুঝিয়ে বললে তখন সে পাপের জন্য অনুশোচনা করে, অনুতপ্ত হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বালির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চসিক আইনশৃঙ্খলা স্ট্যান্ডিং কমিটির সভাপতি এইচএম সোহেল, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেসা দোভাষ বেবী, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status