বাংলারজমিন

শ্রীমঙ্গলে ১০ কোটি টাকার জমি নিয়ে বিরোধ, উত্তেজনা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৯:১২ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে শহরের সাগরদীঘি সড়কের সরকারি ডিসি খতিয়ানের একটি মার্কেটের জমি নিয়ে দু’পক্ষের বিরোধের জেরে উচ্ছেদ আতংকে আছেন ব্যবসায়ীরা। এই জমির দখল বেদখল নিয়ে দুটি পক্ষের লোকজনের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। গতকাল শ্রীমঙ্গল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ব্যবসায়ীরা তাদের এই আতংকের কথা জানান। সংবাদ সম্মেলনে ওই মার্কেটের ব্যবসায়ী জিহান পোলট্রি ও আনোয়ার মেটালের অংশীদার শিরিন আক্তার বলেন, আমার বোনের ছেলে আব্দুল হালিমের নিকট থেকে শহরের সাগরদীঘি সড়কে একটি মার্কেটে তিনি ও তার ভাইসহ নয় জন ব্যবসায়ী দোকান ভাড়া নিয়া আট দশ বছর ধরে ব্যবসা করছেন। কিন্তু বিগত কয়েক মাস ধরে মশিউর রহমান রিপন, আবু বক্কর সিদ্দিকী মোহন কতিপয় লোকদের নিয়ে এসে মার্কেটের মালিকানা দাবি করে তাদের কাছ থেকে ভাড়া আদায়ের চেষ্টা করে। তারা এতে রাজি না হওয়ায় তাদের ভয় ভীতি দেখিয়ে দোকানে তালা লাগিয়ে দেয়ার হুমকি দিতে থাকে। গত ১লা আগস্ট মশিউর রহমান রিপন তার ভাই লিংকন ও তার দলভুক্ত লোকজন তাদের আনোয়ার মেটাল ওয়ার্কশপে এসে  দোকানে তালা দিয়ে চাবি দাবি করে। আর চাবি না দিলে তার ভাই শাহিনকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভোগছেন। এ বিষয়টি নিয়ে শ্রীমঙ্গল থানা ও ব্যবসায়ী সমিতির বরাবরে তারা কয়েক বার আভিযোগ করেছেন বলে জানান। অভিযোগ প্রসঙ্গে মশিউর রহমান রিপন বলেন, ‘এ জমির মধ্যে আমি ৪ শতক ভূমির বৈধ মালিক। বাকি ১৬ শতক ভূমি তিন বছর ধরে কারো নামে লিজ নেই। ওই মহিলার এ জমি নিয়ে অভিযোগ করার কোন রাইটস নেই। শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বলেন, জমিজমার মালিকানা ফায়সালা করবে আদালত। তবুও ব্যবসায়ী স্বার্থে আমি দুই পক্ষকে জমির কাগজ নিয়ে আসতে বলেছিলাম। আমার ডাকে এক পক্ষ এসেছে। আরেক পক্ষ আসেনি। ওসি কেএম নজরুল জানান, এ বিষয়টি দীর্ঘদিন ধরে আদালতে বিচারাধীন আছে। বর্তমানে আমরা একটি অভিযোগ পেয়েছি। এটি তদন্তাধীন আছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status