বাংলারজমিন

টু ক রো খ ব র

১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৯:০৯ পূর্বাহ্ন

কাপাসিয়ায় পিটুনিতে গৃহবধূর মৃত্যু
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: কাপাসিয়ায় রোববার রাতে একটি বাঁশ কাটা নিয়ে বিরোধে প্রতিবেশীর বেধড়ক পিটুনিতে শিউলী আক্তার লতা (৩০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের ইউনুছ মার্কেট সংলগ্ন। ঘটনায় জড়িত প্রতিবেশী হেলেনা আক্তার ও তার মেয়ে কাকলী আক্তারকে আটক করে এলাকাবাসী রাতেই পুলিশে দিয়েছে।
এলাকাবাসী ও গৃহবধূর স্বামীর বড় ভাই স্থানীয় ইউপি সদস্য মোতালিব মোল্লা জানান, বেলা আড়াইটার দিকে শিউলী আক্তার লতাদের সীমানা থেকে একটি বাঁশ প্রতিবেশী ময়েজ উদ্দিন কেটে ফেলে। এ সময় বাড়িতে কেউ না থাকায় শিউলী আক্তার লতা প্রতিবেশী ময়েজ উদ্দিনের বাড়িতে গিয়ে এর প্রতিবাদ করে। এ নিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে ময়েজ উদ্দিন (৫০), তার স্ত্রী হেলেনা আক্তার (৪৫) ও মেয়ে কাকলী আক্তার (২৫) লাঠিসোঁটা নিয়ে তার উপর অতর্কিতে হামলা চালায়। তারা এলোপাথাড়ি পিটিয়ে তাকে গুরুতর আহত করে। খবর পেয়ে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুরে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে: গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তায় ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে গাজীপুরে রাজেন্দ্রপুর চৌরাস্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে স্থানীয় জনগণের উদ্যোগে দুই ঘণ্টাব্যাপী অবস্থান করে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে এলাকার সুশীল সমাজ, রাজনৈতিক নেতা-কর্মী, বিভিন্ন সংগঠন ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, রাজেন্দ্রপুর চৌরাস্তা একটি ব্যস্ততম এলাকা হওয়ার কারণে রাস্তা পার হওয়াটা বিপদজনক হয়ে দাঁড়িয়েছে, যার ফলে এই পর্যন্ত প্রায় অর্ধশত মানুষের প্রাণ দিতে হয়েছে। মানববন্ধনে বিভিন্ন সময় দুর্ঘটনায় নিহতদের পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।
আড়াইহাজারে ৩ মাদক ব্যবসায়ী আটক
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক স্থান থেকে গাঁজা ও ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা হলো- গোপালদী পৌরসভার দাইরাদী গ্রামের মৃত নাজির মোল্লার ছেলে ডালিম মোল্লা (৩৫), একই গ্রামের মৃত তাইজুদ্দীনের ছেলে এমদাদুল (৫৫) এবং রূপগঞ্জের হোরগাঁও এলাকার লতিফের ছেলে ওছমান (৩০)। তাদেরকে যথাক্রমে উপজেলার দাইরাদী ও বালিয়াপাড়া এলাকা থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদক আইনে পৃথক পৃথক মামলা করা হয়েছে।
সুনামগঞ্জে হত্যা মামলায় ফাঁসি
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে আব্দুল করিম হত্যা মামলার রায়ে একজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- সদর উপজেলার লালপুর গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে ইদ্রিস মিয়া (২৮) ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলো তার ভাই বাবুল মিয়া (২২)। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি নজরুল ইসলামকে খালাস দেয়া হয়েছে। আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী নোয়াব মিয়ার ভাই আব্দুল করিমকে ২০১০ সালের ২৭শে আগস্ট সন্ধ্যায় ছুরিকাঘাত করে হত্যা করে ইদ্রিস মিয়া। পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।
কুষ্টিয়ায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ
কুষ্টিয়া প্রতিনিধি: পরীক্ষায় অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কুষ্টিয়া সরকারি কলেজের কয়েক হাজার শিক্ষার্থী। সোমবার বেলা ১১টায় ফি প্রত্যাহারের দাবি জানিয়ে সরকারি কলেজের সামনের সড়কে অবস্থান নেয় তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। অতিরিক্ত ফি প্রত্যাহার, ক্যান্টিন চালু, খেলার মাঠ সংস্কার, পরিবহন ব্যবস্থা চালুসহ বিভিন্ন দাবি জানানো হয় বিক্ষোভ থেকে।
ছাগলনাইয়ায় ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট জব্দ
ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ায় প্রায় দুই কোটি টাকার ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। উপজেলার জদ্দার কোনা ও জিন পুকুর নামক স্থানে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাধবদী থানা প্রেস ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: ‘এসো সবুজ দেশ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে মাধবদী থানা প্রেস ক্লাবের উদ্যোগে গত শনিবার নদী ভাঙনকবলিত চরাঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জনপ্রিয় লেখক/ছড়াকার ও সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন। মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি মো. আল-আমিন সরকারের সভাপতিত্বে এ বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য রাখেন, চরদিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনছুর সরকার, মাধবদী ক্লাব লিমিটেডের সভাপতি মো. আল আমিন প্রধান, বাংলাদেশ টেলিভিশন এর সাংকেতিক সংবাদ পাঠক আরিফুল ইসলামসহ প্রমুখ।
ধামরাইয়ে দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে গতকাল ধামরাই পৌরসভার ৯টি ওয়ার্ডের সুবিধাবঞ্চিত দুস্থ, অসহায় ৪ হাজার ৬২১টি পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ধামরাই আব্দুস সোবহান মডেল হাই স্কুল মাঠে পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র গোলাম কবির এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
শ্যামনগরে চিংড়ি ঘের মালিক খুন
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে দ্বীপ ইউনিয়ন গাবুরার পার্শ্বেমারী গ্রামের আব্দুস সাত্তার জোয়ার্দ্দার (৬০) নামে এক মৎস্য ঘের মালিক সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১টার দিকে নিজ মৎস্য ঘেরের বাসায় ঘুমন্ত অবস্থায় অস্ত্রধারী সন্ত্রাসীরা হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। সে পার্শ্বেমারী গ্রামে মৃত্যু ওয়াজেদ জোয়াদ্দারের ছেলে। শ্যামনগর থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status