বাংলারজমিন

খুলনায় ঘরে ঘরে ভাইরাস জ্বর শিশু হাসপাতালে শয্যা সংকট

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৮:৫৯ পূর্বাহ্ন

খুলনা মহানগরীতে সম্প্রতি ঘরে ঘরে ভাইরাস জ্বরে অক্রান্ত হচ্ছেন শিশু, নারী ও পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ। জ্বর সর্দি কাশিতে আক্রান্ত শিশুরা শয্যা সংকটের কারণে খুলনা শিশু হাসপাতালে ভর্তি হতে পারছে না। বাধ্য হয়ে তারা খুলনা জেনারেল হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন।
খুলনা শিশু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. আল আমিন রাকিব জানান, খুলনা শিশু হাসপাতালে সর্বমোট ২৭৫টি শয্যা ও ৪৪টি কেবিন বিভিন্ন রোগে আক্রান্ত শিশুরা ভর্তি থাকায় নতুর শিশু রোগী ভর্তি করা সম্ভব হচ্ছে না। সম্প্রতি জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় অনেক শিশু চিকিৎসা নিতে আসছে। অনেকের ভর্তি থেকে চিকিৎসা নেয়ার প্রয়োজন থাকলেও শয্যা সংকটের কারণে তাদের ভর্তি করা যাচ্ছে না। যেহেতু শিশু হাসপাতালে শয্যার বাইরে কাউকে ভর্তি করা হয় না, সেহেতু অনেক গুরুতর অসুস্থ রোগীকে এ হাসপাতালে ভর্তি করা সম্ভব হচ্ছে না। খুলনা জেনারেল বা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা না থাকলেও সেখানে রোগী ভর্তি করে নেয়া হয়। কিন্তু শিশু হাসপাতালে সেটি সম্ভব নয়।
তিনি বলেন, গত এক সপ্তাহে ৪১৭ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৩২ জন জ্বরে গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয়। একই সময়ে বহির্বিভাগে কনসালটেন্ট চিকিৎসকের কাছ থেকে ৮৯৬ জন শিশু চিকিৎসা সেবা গ্রহণ করেছে। এ ছাড়া মেডিকেল অফিসারের কাছ থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেন তিন হাজার ৫০৮জন শিশু।
চিকিৎসকরা বলছেন, চলতি শ্রাবণ মাসে অতিমাত্রায় গরম এবং কখনো কখনো বৃষ্টির কারণে শিশুরা ভাইরাস জ্বরে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে অত্যধিক গরমে শিশুদের শরীরে ঘাম বসে গিয়ে জ্বর, সর্দি কাশি হচ্ছে। জ্বরে আক্রান্ত হলে কমপক্ষে পাঁচ থেকে সাত দিন সময় লাগছে জ্বর থেকে সেরে উঠতে। জ্বরে শুধু শিশুরাই নয়, বয়স্করাও আক্রান্ত হচ্ছেন। জ্বরে আক্রান্ত রোগীরা মাথা ব্যথা, বমি ও অরুচিতে ভুগছেন। কিছু¦ই খেতে পারছেন না।
এ ব্যাপারে নগরীর বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এস আহসান বলেন, এটি একটি সিজনাল ভাইরাস ফিভার (জ্বর)। এ জ্বর নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আক্রান্ত শিশুদের জ্বর পাঁচ থেকে সাত দিন থাকতে পারে। তবে, জ্বর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কেউ যেন অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার না করেন। জ্বর হলে প্যারাসিটামল ব্যবহার করা যেতে পারে। ৩/৪ দিনের মধ্যে জ্বর না কমলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। জ্বরে আক্রান্ত শিশুদের উষ্ণ গরম পানি দিয়ে গোসল এবং তরল খাবার দিতে হবে। তরল খাবারের মধ্যে পানি, সরবত, ফলের জুস ও স্যুপ খাওয়ানো উচিত। তাহলে শিশুরা চনমনে থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status