অনলাইন

চামড়া কিনতে চার ব্যাংকের ৭৫০ কোটি টাকা ঋণ

অনলাইন ডেস্ক

১৩ আগস্ট ২০১৮, সোমবার, ৮:৩৫ পূর্বাহ্ন

কোরবানির পশুর চামড়া কিনতে রাষ্ট্রীয় মালিকানাধীন চারটি ব্যাংক চলতি বছরে ট্যানারি মালিকদের ৭৫০ কোটি ঋণ বিতরণ করবে। গত বছরের তুলনায় ব্যাংকগুলো এবার ১৫ কোটি বেশি প্রদান করবে। সূত্র মতে জানা যায়, এ বছর সোনালী ব্যাংক ১৫০ কোটি, জনতা ব্যাংক ৩০০ কোটি, অগ্রণী ব্যাংক ১০০ কোটি এবং রূপালী ব্যাংক ২০০ কোটি টাকা ঋণ বিতরণ করবে। তবে যেসব ট্যানারি মালিক গত বছরের সব টাকা পরিশোধ করেছেন শুধুমাত্র তাদেরকেই চাহিদামত ঋণ দেওয়া হবে।
এ বিষয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, ট্যানারি মালিকদের আগের নেওয়া ঋণ পরিশোধ করার পরই নতুন করে বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তাই যে ট্যানারি যে পরিমাণ টাকা পরিশোধ করেছে তাকে ওই পরিমাণই ঋণ দেওয়া হবে।
গতবছরও সোনালী ব্যাংক ১৫০ কোটি টাকা ঋণ দিয়েছিল। তবে সোনালী ব্যাংকের গত ৬ বছরে বিতরণ করা ৮১৩ কোটি টাকার মধ্যে বকেয়া হয়েছে ৪০০ কোটি আর খেলাপি হয়েছে ৪২ কোটি ৩৫ লাখ টাকা।
অগ্রণী ব্যাংক চামড়া কিনতে এ বছর ১৫০ কোটি টাকা ঋণ প্রদান করবে। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ব্যাংকটি ট্যানারি মালিকদের চামড়া কিনতে ঋণ দেয় ৯১৩ কোটি টাকা যার মধ্যে বকেয়া রয়েছে ৫০০ কোটি টাকা এবং খেলাপি হয়েছে ৮১ কোটি টাকা।
গত বছরের ন্যায় এবারও জনতা ব্যাংক ৩০০ কোটি টাকা ঋণ বিতরণ করবে। তবে গত ৫ বছরে বিতরণ করা ১২৬৫ কোটি টাকার মধ্যে বকেয়া রয়েছে ৮১৬ কোটি টাকা আর খেলাপি হয়েছে ৯৪ কোটি টাকা।
রূপালী ব্যাংক বিগত ৫ বছরে চামড়া কিনতে ঋণ প্রদান করে ৪০২ কোটি টাকা। যার বকেয়া হয়েছে ১৬০ কোটি টাকা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status