খেলা

লর্ডসে কোহলিদের লজ্জা

স্পোর্টস ডেস্ক

১৩ আগস্ট ২০১৮, সোমবার, ২:৪৫ পূর্বাহ্ন

লর্ডসে সুইং বোলিংয়ের আদর্শ কন্ডিশনে অসহায় আত্মসমর্পণ করলো বিরাট কোহলির ভারত। ইনিংস ও ১৫৯ রানের দাপুটে জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেল ইংল্যান্ড। ব্রড-অ্যান্ডারসনদের পেস তোপে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩০ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। চারটি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। বৃষ্টিবিঘিœত লর্ডস টেস্টের চতুর্থ দিনের শেষ সেশনে ম্যাচের সমাপ্তি ঘটে। প্রথম দিন বৃষ্টিতে ভেসে যায়। সব মিলিয়ে মাত্র ১৭০.৩ ওভারের খেলা হয়। ৯০ ওভারে একদিন হিসেব করলে যা দুইদিনের সমানও না! প্রথম ইনিংসে মাত্র ১০৭ রানে অলআউট হয় ভারত। একাই পাঁচ উইকেট নেন অ্যান্ডারসন। জবাবে ক্রিস উকসের ব্যাটিংয়ে নৈপুণ্যে ৭ উইকেটে ৩৯৬ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে ইংলিশরা। লিড দাঁড়ায় ২৮৯ রানের। এটিই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ম্যাচসেরা উকস ১৩৭ রানে অপরাজিত থাকেন। পেস বোলার হলেও ব্যাটিংয়ে কারিশমা দেখান তিনি। দলীয় ১৩১ রানে পাঁচ উইকেট হারানোর পর জনি বেয়ারস্টোকে (৯৩) নিয়ে ১৮৯ রানের জুটি গড়েন উকস। স্যাম কারেনের সঙ্গে সপ্তম উইকেট জুটিতে যোগ করেন আরো ৭৬ রান। বল হাতে দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নেন উকস। মামলার শুনানির কারণে এই টেস্ট খেলতে না পারা বেন স্টোকসের জায়গায় ডাক পেয়েই বাজিমাত করলেন উকস। এজবাস্টনে রোমাঞ্চকর প্রথম টেস্টে ৩১ রানে জয় পায় স্বাগতিকরা। ১৯৪ রানের টার্গেটে নেমে ১৬২ রানে অলআউট হয় ভারত। নটিংহ্যামে আগামী ১৮ই আগস্ট তৃতীয় টেস্ট শুরু হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status