বাংলারজমিন

কুলাউড়া সার্কেলে ১০৩০ মামলা, গাড়ি সংকট

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

১৩ আগস্ট ২০১৮, সোমবার, ৯:৫৮ পূর্বাহ্ন

সারা দেশে চলছে ট্রাফিক সপ্তাহ। এ উপলক্ষে কুলাউড়া থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে শহরের কয়েকটি স্থানে প্রতিদিন চলছে গাড়ির কাগজ ও চালকের লাইসেন্স চেকিং। বাদ যাচ্ছে না কেউই। গত ৫ই আগস্ট থেকে ট্রাফিক সপ্তাহ শুরু হতেই শহরে গাড়ির আনাগোনা অনেকাংশে কমে গেছে। রাস্তাঘাটে কোনো জটলা নেই। অনেকটা ফাঁকা রাস্তায় নির্বিঘেœ চলাচল করছে মানুষ। তবে গাড়ি সংকটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা। ৫-১১ই আগস্ট পর্যন্ত কুলাউড়া সার্কেলে মোট ১০৩০টি মামলা হয়েছে। এদিকে ‘ট্রাফিক সপ্তাহ’ উপলক্ষে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ অনুযায়ী ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) সাদিউর রহিম জাদিদ-এর নেতৃত্বে গত ৭ই আগস্ট মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সরজমিন দেখা যায়, কুলাউড়া শহরের প্রধান সড়ক একেবারে ফাঁকা। নেই কোনো যানজট বা গাড়ির মুহুর্মুহু হর্নের শব্দ। নিঃশব্দ পুরো শহর। কালো ধোঁয়া বা রাস্তার বালু উড়ছে না গাড়ির চাকার বাতাসে। হঠাৎ বড় দু’চারটি গাড়ির দেখা মিললেও সিএনজি অটোরিকশাগুলো একেবারে নাই বললেই চলে। এ যেন শুরু হয়েছে স্বঘোষিত অবরোধ। যাদের কাগজপত্র ও লাইসেন্স ঠিক আছে কেবল তারাই গাড়ি চালাচ্ছেন। বিপাকে পড়ে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। অনেক যাত্রী অপেক্ষা করে রিকশা নিয়ে গন্তব্যে ছুটছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status