দেশ বিদেশ

মির্জাগঞ্জে প্রাণিসম্পদ অফিসে ৮ পদ শূন্য

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

১৩ আগস্ট ২০১৮, সোমবার, ৯:৫৬ পূর্বাহ্ন

মির্জাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের ১১টি পদের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ ৮টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এতে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভারপ্রাপ্ত হিসেবে একজনকে দায়িত্ব দেয়া হলেও তিনি ট্রেনিংয়ে ঢাকায় অবস্থান করছেন দীর্ঘদিন। এছাড়াও সংকট রয়েছে ওষুধ ও প্রয়োজনীয় উপকরণের। উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, উপজেলা প্রাণিসম্পদ অফিসে ১১টি পদের বিপরীতে ভেটেরিনারি ফিল্ড সহকারী ও ড্রেসারসহ তিনজন কর্মরত আছেন। এর মধ্যে ভেটেরিনারি সার্জন (ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত) ট্রেনিংয়ে ঢাকায় আছেন দীর্ঘদিন ধরে। গত বছরের ১লা এপ্রিল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অন্যত্র বদলি হলে এখন পর্যন্ত এ পদটি শূন্য রয়েছে। এছাড়াও ভেটেরিনারি ফিল্ড সহকারী ২টি, উপজেলা লাইভস্টক সহকারী ১টি, কম্পাউন্ডার ১টি, অফিস সহায়ক ১টি, এফ এ আই কৃত্রিম প্রজনন ১টি পদ শূন্য রয়েছে। ফলে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে হাঁস-মুরগি, গরু-মহিষ-ছাগলের চিকিৎসা নিতে এসে মানুষ ফিরে যাচ্ছেন। কৃত্রিম প্রজননের বীজ রাখার কথা থাকলেও এ অফিসে তা পাওয়া যায় না। তবে বাইরের দোকান থেকে এই কৃত্রিম বীজ কিনতে হচ্ছে চার থেকে পাঁচ গুণ বেশি দাম দিয়ে। মির্জাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের দায়িত্বরত ভেটেরিনারি ফিল্ড সহকারী আবদুল বারী বলেন, মির্জাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের প্রধান সমস্যা জনবল সংকট। ঢাকায় প্রশিক্ষণে থাকা ভেটেরিনারি সার্জন ডা. অলোকেশ কুমার সরকার বলেন, মির্জাগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিসে জনবল সংকটের কারণে চিকিৎসাসেবা কিছুটা ব্যাহত হচ্ছে, তবে যাদের নিয়োগ প্রক্রিয়া শেষে প্রশিক্ষণ চলছে তাদের পোস্টিং দিলে শূন্য পদগুলো শিগগিরই পূরণ হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status