দেশ বিদেশ

সিলেটের প্রখ্যাত আলেম বারকোটি হুজুরের ইন্তেকাল, জানাজায় মানুষের ঢল

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৩ আগস্ট ২০১৮, সোমবার, ৯:৫৬ পূর্বাহ্ন

সিলেটের প্রখ্যাত আলেম ও আজাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের দীর্ঘদিনের সভাপতি, শায়খুল হাদিস আল্লামা হোসাইন আহমদ বারকোটি হুজুর আর নেই। শনিবার রাত পৌনে ১২টায় সিলেটের গোলাপগঞ্জের বারকোটের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সিলেটের আলেম সমাজে শোকের ছায়া নেমে এসেছে। আল্লামা হোসাইন আহমদ সিলেট তথা বাংলাদেশে বারকোটি হুজুর হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি স্ত্রী, পাঁচ পুত্র তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ভক্ত ও অনুরাগী রেখে গেছেন। এদিকে, গতকাল বাদ আছর বারকোট মাদরাসা এলাকায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। এরপর তাকে বারকোট মাদরাসা সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়। এদিকে, আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ-এর সাবেক সভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা হোসাইন আহমদ বারকোটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আমির সাবেক মন্ত্রী আল্লামা মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, নির্বাহী সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনছুরুল হাসান রায়পুরী, মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব আলহাজ গোলাম মহিউদ্দিন ইকরাম, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিলেট মহানগর শাখার সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মুফতি আলতাফ হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক সরকার, সিলেট জেলা জমিয়তের আহ্বায়ক মাওলানা শফিকুল হক আমকুনী, সদস্য সচিব মাওলানা রেজাউল করিম কাসেমী, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি তোফায়েল গাজালী, সাধারণ সম্পাদক এম বেলাল আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক এলএলবি, ছাত্র জমিয়ত সিলেট মহানগর আহ্বায়ক হাফিজ শাব্বির আহমদ রাজী, সদস্য সচিব হাফিজ খলিল উল্লাহ প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status