দেশ বিদেশ

রামেকে ভুল চিকিৎসায় হাত হারানোর অভিযোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

১৩ আগস্ট ২০১৮, সোমবার, ৯:৫৬ পূর্বাহ্ন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভুল চিকিৎসার শিকার হয়ে এক যুবকের বাম হাত কেটে ফেলতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার ভুক্তভোগী যুবকের স্ত্রী উপ-পরিচালকের কাছে অভিযোগ দিয়েছেন। ওই যুবকের নাম বিফল রায় (৩২)। তার বাড়ি গোদাগাড়ী উপজেলার ঘনশ্যামপুর গ্রামে। বিফল রায় হাত হারিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিফল রায়ের স্ত্রী ফুসি মালা জানান, গত ২৮শে জুন রাত ১২টার সময় তার স্বামীর পেটের সমস্যা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের আসেন। ওইদিন ৪ নম্বর ওয়ার্ডে ১৮ নম্বর বেড তাকে ভর্তি করানো হয়। পরেরদিন ওই ওয়ার্ডের একজন সেবীকা তার স্বামীর ডান হাতে একটি ইনজেকশন পুশ করে। তার কিছুক্ষণ পর থেকে হাতে জালাপোড়া শুরু হয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি চিকিৎসককে জানানো হলে তিনি হাতটি ম্যাসেজ করার কথা বলেন। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে হাতটি ফুলে নীল হয়ে যায়। আস্তে আস্তে পচন ধরে। পরে আবার চিকিৎসকের কাছে গেলে ম্যাসেজ করার পরামর্শ দেয় এবং ২২ দিন পরে হাত কেটে ফেলতে বলে। বিষয়টি রামেক হাসপাতালের উপ-পরিচালকের কাছে জানানো হলে তিনি লিখিত অভিযোগ দিতে বলেন। অভিযোগ দিলে তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছিলেন।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status