বাংলারজমিন

মিঠামইনে নবনির্মিত বিদ্যালয় ভবনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

১৩ আগস্ট ২০১৮, সোমবার, ৯:৫৬ পূর্বাহ্ন

মিঠামইন উপজেলার ঘাগড়া আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ঊর্ধ্বমূখী সমপ্রসারিত একাডেমিক ভবন (৩য় ও ৪র্থ তলা) উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। রোববার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচনের মাধ্যমে বিদ্যালয়ের এই উর্ধ্বমূখী সমপ্রসারিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৮৩ লাখ ২৬ হাজার ৩০৮ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। এতে অন্যদের মধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তাজরুল ইসলাম, অষ্টগ্রাম সার্কেলের এএসপি দীপক চন্দ্র মজুমদার প্রমুখ বক্তৃতা করেন। রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে আরো একটি ভবন নির্মাণ করার ব্যাপারে উদ্যোগ নিবেন বলে প্রতিশ্রুতি দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status