এক্সক্লুসিভ

হুমকির মুখে মোহনপুর সেতু

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

১৩ আগস্ট ২০১৮, সোমবার, ৯:৫৪ পূর্বাহ্ন

কুমিল্লার তিতাসের মজিদপুর ইউনিয়নের কাকিয়াখালী ও মোহনপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মাটিয়া নদীর তীব্র স্রোতে হুমকির মুখে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত মোহনপুর সেতুটি। বর্ষার পানি বাড়ায় সেতুর পশ্চিম পাশের অ্যাপ্রোচ ভেঙে গেছে, পাশাপাশি সেতু সংলগ্ন একাধিক বসতবাড়িও বিলীন হয়ে গেছে। বিষয়টি প্রশাসনের নজরে আসলে প্রশাসন ভাঙনরোধে ব্যবস্থা নিতে তিন লাখ টাকা বরাদ্দ দেয়ার ঘোষণা দিয়েছেন।

সরজমিন ঘুরে দেখা যায়, বাতাকান্দি-দাউদকান্দি ভায়া  মোহনপুর সড়ক থেকে মোহনপুর-কাকিয়াখালী প্রস্তাবিত সড়কের মাঝে প্রায় চার বছর আগে নির্মাণ করা মোহনপুর সেতুটির দু’পাশের অ্যাপ্রোচের মাটি সরে ভেঙে গেছে। সাপোর্টিং ওয়াল না থাকায় ব্রিজের নিচের বেলে মাটি সরে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে সেতুর পশ্চিম পাশের অ্যাপোচের অধিকাংশ নদীর স্রোতে বিলীন হয়ে গেছে। টানা বৃষ্টিপাত হলে, গোমতী নদীর পানি প্রবাহ বেড়ে গেলে এ ভাঙন আরো চরম আকার ধারণ করবে।     

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, উপজেলার দুধঘাটা, দড়িগাঁও, নন্দিরচর, বাটেরা, মোহনপুর, রায়পুর, কালাইকান্দি, সাতানী ও উজিরাকান্দির লোকজন যাতে কম সময় ও কম খরচে উপজেলা সদরে চলাচল করতে পারে সে বিবেচনায় মোহনপুর গ্রাম থেকে কাকিয়াখালী সেতু পর্যন্ত ১২শ’ মিটার প্রস্তাবিত রাস্তার মাঝে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে মোহনপুর সেতুটি নির্মাণ করা হয়। এদিকে, বিষয়টি প্রশাসনের নজরে আসলে উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী মো. মুহীত উল্লাহ, উপ-সহকারী প্রকৌশলী মো. জাহিদ হাসান, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক মিয়া সেতুটি পরিদর্শন করেন।

মোহনপুর ওয়ার্ড সদস্য মো. মুকবুল মাহামুদ প্রধান জানান, টানা বৃষ্টি হলে মাটিয়া নদী দিয়ে পানি তীব্র স্রোতে মেঘনায় পতিত হয়। বর্ষা মৌসুম হওয়ায় সেতুটির মোহনপুর অংশের অ্যাপ্রোচে এক-তৃতীয়াংশ বিলীন হয়ে গেছে। আমি বিষয়টি ইউএনও স্যারকে জানিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন জানান,  সেতুটি আমি পরিদর্শন করেছি। খুব খারাপ অবস্থা। তবে, আশার আলো হলো, সেতুর অ্যাপ্রোচ ভাঙনরোধে মঙ্গলবার উপজেলা পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে রাজস্ব খাত থেকে তিন লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status