দেশ বিদেশ

জাতীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের নির্দেশনা

স্টাফ রিপোর্টার

১৩ আগস্ট ২০১৮, সোমবার, ৯:৫১ পূর্বাহ্ন

জ্ঞানভিত্তিক সামরিক-অসামরিক নেতৃত্ব তৈরি এবং জাতীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এবং সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) পরিচালনা পর্ষদের ১৬তম যৌথ সভায় তিনি এ কথা বলেন। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়, সশস্ত্রবাহিনী বিভাগে ওই সভা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনডিসি ও ডিএসসিএসসি এর পরিচালনা পর্ষদের সভাপতি হিসাবে যৌথ সভায় সভাপতিত্ব করেন। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় (অর্থ বিভাগ), প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) সচিব, ঢাকা, জাহাঙ্গীরনগর, বিইউপি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিগণ উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে, সশস্ত্রবাহিনীর মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান দুইটির উন্নতি ও অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি পরিচালনা পর্ষদের সদস্যগণকে কলেজদ্বয়ের উন্নতি ও অগ্রগতিতে বিশেষ অবদান রাখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রধানমন্ত্রী প্রতিষ্ঠান দুইটির কর্তৃপক্ষকে দেশের নিরাপত্তা ও উন্নয়নের সঙ্গে সংগতি রেখে সময়োপযোগী প্রশিক্ষণ দেয়ার জন্য সন্তুষ্টি প্রকাশ করেন এবং এই ধারাকে অব্যাহত রাখার পরামর্শ দেন। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত নীতিমালার আলোকে আমরা ‘আর্মড ফোর্সেস গোল-২০৩০’ প্রণয়ন করে সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছি। ন্যাশনাল ডিফেন্স কলেজ দেশের উচ্চপদস্থ সামরিক ও অ-সামরিক কর্মকর্তাসহ বন্ধুপ্রতীম রাষ্ট্রের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের উচ্চতর দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত করতে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। ফলে এনডিসি’র সুনাম বহির্বিশ্বেও বিস্তৃত হয়েছে। পাশাপাশি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সশস্ত্রবাহিনীসহ বন্ধুপ্রতীম রাষ্ট্রের মধ্যম পর্যায়ের অফিসারদের কমান্ড ও স্টাফ হিসেবে পারদর্শী করে গড়ে তুলতে অবদান রেখে যাচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত অফিসারগণ দেশের সীমা পেরিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন দেশে সফলভাবে দায়িত্ব পালন করছেন। সভায় এনডিসি এবং ডিএসসিএসসি এর কমান্ড্যান্টরা নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রমের উপর সংক্ষিপ্ত বিবরণী দেন। পরিচালনা পর্ষদের গত সভায় নেয়া সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পরে ১৬তম সভার এজেন্ডা অনুযায়ী উপস্থাপিত বিষয়ে বিস্তারিত আলোচনার আলোকে সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে প্রতিষ্ঠান দুইটির কমান্ড্যান্টরা প্রধানমন্ত্রীকে এনডিসি ও ডিএসসিএসসি’র উন্নয়নে অবারিত সহায়তা ও দিকনির্দেশনা দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status