এক্সক্লুসিভ

প্রশ্নপত্র ফাঁস নিয়ে সতর্ক থাকার সুপারিশ

সংসদ রিপোর্টার

১৩ আগস্ট ২০১৮, সোমবার, ৯:৫১ পূর্বাহ্ন

আগামীতে যেন কোনোভাবেই প্রশ্নপত্র ফাঁস না হয় সে বিষয়ে সতর্ক থাকার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে জানানো হয়, প্রশ্নপত্র ফাঁস বন্ধে পদ্ধতিগত পরিবর্তন আনা হয়েছে। ফলে  আগামীতে ফাঁসের ঘটনা ঘটবে না বলে আশা করা হচ্ছে। গতকাল সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডা. মো. আফছারুল আমীন। বৈঠকে কমিটির সদস্য মো. ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এস এম আবুল কালাম আজাদ, মোহা. মামুনুর রশিদ ও সেলিনা আক্তার বানু এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে মাঠ পর্যায়ে বিদ্যালয় পরিদর্শনে যে সব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পেয়েছেন তারা কি কাজ করেন, তাদের মাধ্যমে শিক্ষার মানের কি পরিবর্তন হচ্ছে তা যথাযথ তদারকির পরামর্শ দেয়া হয়।

এর আগে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর/অধিদপ্তর/সংস্থায় ৩ বছরে ৪৮ জন কর্মকর্তাকে অন্যত্র বদলি ও পদায়ন করা হয়েছে। বৈঠকে আরো জানানো হয়, সেকেন্ডারি এডুকেশন  সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম-২ এর আওতায় পরিচালিত সৃজনশীল পদ্ধতিতে শ্রেণিকক্ষে পাঠদানকারী শিক্ষকদের দক্ষতা অর্জনে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এ লক্ষ্যে মাস্টার ট্রেইনার পুল প্রস্তুত করতে ৩ হাজার শিক্ষকের জন্য ১২ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। যার আওতায় ইতিমধ্যে এক হাজার ৬৯২ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। উল্লিখিত প্রোগ্রামের আওতায় আগামী ডিসেম্বরের মধ্যে এক লাখ ৬৪ হাজার শিক্ষককে সৃজনশীল পদ্ধতির বিষয়ে প্রশিক্ষণ দেয়া সম্ভব হবে। কমিটির পক্ষ থেকে এই প্রশিক্ষণ যথেষ্ট নয় দাবি করে প্রশিক্ষণ মাসব্যাপী করার সুপারিশ করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status