দেশ বিদেশ

আওয়ামী লীগের শক্তি কমে এসেছে: নোমান

স্টাফ রিপোর্টার

১৩ আগস্ট ২০১৮, সোমবার, ৯:৫১ পূর্বাহ্ন

আওয়ামী লীগের শক্তি কমে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেছেন, শেষ সময়ে সব সরকার স্বৈরাচারী হয়ে যায়। আওয়ামী লীগ এখন সেই পথেই হাঁটছে। তাদের সময় শেষ হয়ে এসেছে। তাই তারা এখন স্বৈরাচারী হয়ে গেছে। তারা সংবিধান মানছে না। সংবিধানের রক্ষক হয়ে ভক্ষকের কাজ করছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। নোমান বলেন, সরকার এখন বিএনপিকর্মীসহ সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে। আইয়ুব খান ও এরশাদের হাতিয়ার ছিল লাঠি এবং টিয়ারশেল। বর্তমান সরকারেরও হাতিয়ার এখন একই। তিনি বলেন, নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন কোনো রাজনৈতিক দলের ছিল না। তারা রাজনৈতিক দলগুলোকে বুঝিয়ে দিয়েছে সরকার টিকে থাকার মতো নয়। সরকারকে মেরামত করতে হবে। এমন প্রেক্ষাপটে সমস্ত জাতি যখন কোমলমতি শিক্ষার্থীদের দাবির সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে তখন সরকার শিক্ষার্থীদের সমর্থন জানায়। এরপরে তাদের চিরায়ত স্বভাব প্রকাশ পায় শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর মাধ্যমে। এই হামলা থেকে সাংবাদিকরাও রেহায় পায়নি। আসলে শিক্ষার্থীদের আন্দোলনে প্রথমে সমর্থন জানানো ছিল সরকারের একটা কৌশল মাত্র। এসময় তিনি নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদ জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনের সময় দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলারও প্রতিবাদ জানান তিনি। আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক ও বিএনপি স্বনির্ভর সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status