খেলা

‘সর্বকালের সেরা হওয়ার যোগ্যতা রাখে এমবাপ্পে’

স্পোর্টস ডেস্ক

১৩ আগস্ট ২০১৮, সোমবার, ৯:৪৫ পূর্বাহ্ন

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে সর্বকালের সেরা ফুটবলারের একজন হওয়ার ক্ষমতা রাখেন বলে মনে করেন জিয়ানলুইজি বুফন। গত মাসে ১৭ বছরে সম্পর্ক ছিন্ন করে জুভেন্টাস থেকে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন এই ইতালিয়ান গোলরক্ষক। ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের বাইরের ক্লাবে খেলতে এসে এমবাপ্পের মতো সতীর্থ পাওয়ায় দারুণ উচ্ছ্বসিত ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। গতকাল এক সাক্ষাৎকারে বুফন বলেন, এই অল্প বয়সে সে তার প্রতিভার প্রমাণ দিয়েছে। অবশ্যই অন্যদের চেয়ে এমবাপ্পের বেশি কিছু করার ক্ষমতা রয়েছে। আমি আশা করি সে উন্নতি করার ইচ্ছেটা ধরে রাখার পাশাপাশি ফুটবলের জন্য সব ত্যাগ স্বীকার করবে। যদি তেমন হয়, তবে সে ফুটবলের ইতিহাসে ছাপ রেখে যাবে এবং সর্বকালের সেরা ফুটবলারদের একজন হতে পারবে। পিএসজিতে যোগ দেয়ার আগে থেকেই এমবাপ্পের বিস্ময়কর ক্ষমতা সম্পর্কে জানতেন বলেও জানান বুফন। ২০১৬-১৭ মৌসুমে মোনাকোর হয়ে প্রথম নিজের আবির্ভাব জানান দেন এমবাপ্পে। সেবার তার নৈপুণ্যে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে খেলে ফরাসি ক্লাবটি। শেষ চারে অবশ্য বুফনের জুভেন্টাসের কাছে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে হারে তারা। দুই লেগে মোনাকোর হয়ে একমাত্র গোলটি করেন এমবাপ্পে। এ নিয়ে বুফন বলেন, ম্যাচের পর আমি যখন আমার অন্যতম প্রিয় বন্ধু আন্দ্রে বারজাগলির (জুভেন্টাস ডিফেন্ডার) সঙ্গে কথা বলছিলাম। সে আমাকে বলেছিল যে তার ২০ বছরের ক্যারিয়ারে বল পায়ে এতো দ্রুত গতির খেলোয়াড় খুব কমই দেখেছে। এমবাপ্পেকে থামাতে তাকে যথেষ্ট বেগ পেতে হয় বলেও সে জানিয়েছিল। এই কথাগুলো ফেলে দেয়ার মতো নয়। কারণ বারজাগলি সত্যি একজন উঁচু মাপের ডিফেন্ডার। বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে সোমবার পিএসজিতে ফিরেছেন এমবাপ্পে। আগামী রোববার ক্যাঁ’র বিপক্ষে ফরাসি লিগ ওয়ানের মিশন শুরু করবে পিএসজি। এই ম্যাচে বুফনের সঙ্গে প্রথমবারের মতো একই দলে খেলার অভিজ্ঞতা হতে পারে ফরাসি ফরোয়ার্ডের। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের পর দ্বিতীয় টিনএজার হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল করার কীর্তি গড়েন ১৯ বছর বয়সী এমবাপ্পে। রাশিয়ায় দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করায় বড় ভূমিকা রেখে জিতে নেন আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status