খেলা

লর্ডসে ইতিহাস গড়লেন ওকস

স্পোর্টস ডেস্ক

১৩ আগস্ট ২০১৮, সোমবার, ৯:৪১ পূর্বাহ্ন

লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে শনিবার ভারতের বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি করেন ক্রিস ওকস। এটা তার ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো লর্ডসের অনার বোর্ডে নাম লেখালেন ২৯ বছর বয়সী এই ইংলিশ ক্রিকেটার। এই মাঠে এক ইনিংস পাঁচ উইকেট, ম্যাচে ১০ উইকেট ও সেঞ্চুরি করলে লর্ডসের অনার বোর্ডে নাম লেখা হয়। লর্ডস টেস্টে তৃতীয় দিন শেষে ইংল্যান্ড সংগ্রহ করে ৬ উইকেটে ৩৫৭ রান। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ক্রিস ওকস ও জনি বেয়ারস্টোর অসাধারণ ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় ভারত। এই দুইজনে মিলে ৬ষ্ঠ উইকেটে গড়েন ১৮৯ রানের জুটি। বেয়ারস্টো ৯৩ রানে আউট হলেও ওকস অপরাজিত থাকেন ১২০ রানে। আর নিজেদের প্রথম ইনিংসে ১০৭ রানে অলআউট হয় বিরাট কোহলির দল। এর আগে ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংসে ৫টি করে উইকেট নিয়ে প্রথমবারের মতো এ সম্মান অর্জন করেন তিনি। ভারতের বিপক্ষে এই সেঞ্চুরি তাকে অনেক কিংবদন্তির পাশে স্থান করে দিয়েছে। দেখে নেয়া যাক আর লর্ডসে কোন কোন ইতিহাস গড়েন তিনি:
ষ ৩ টেস্টের মধ্যে দ্বিতীয়বারের মতো লর্ডসের অনার বোর্ডে নাম লেখালেন ক্রিস ওকস। এর আগে ইয়ান বোথাম প্রথম টেস্টেই ডাবল অনার অর্জন করেছিলেন। আর ভারতীয় স্পিনার ভিনু মানকার তার দ্বিতীয় টেস্টে এ কৃতিত্ব দেখান।
ষ মাত্র ৫ জন ক্রিকেটার লর্ডসে সেঞ্চুরি, ৫ উইকেট ও ম্যাচে ১০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন। ওকস ছাড়াও বাকি চার ক্রিকেটার হচ্ছেন স্যার গুবি অ্যালেন, কেইথ মিলার, ইয়ান বোথাম ও স্টুয়ার্ট ব্রড।
ষ ন্যূনতম ১০ উইকেট নেয়া যে কোন ভেন্যুতে ওকসের ব্যাটিং গড় ৫০ এর উপরে। আর বোলিং গড় ১০ এর নিচে। লর্ডসে তার ব্যাটিং গড় ১২২.০০, আর বোলিং গড় ৯.৯৩। এই মাঠে এমন রেকর্ড আর কারো নেই।
ষ লর্ডসে ৭ নম্বরে নেমে সর্বশেষ কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি করেন ২০১১ সালে। সেটা ভারতের বিপক্ষে করেন ইংলিশ ব্যাটসম্যান ম্যাট প্রিয়র। এবার ৭ বছর এমন কীর্তি গড়লেন ওকস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status