বিশ্বজমিন

কাশ্মীরে বন্দুকযুদ্ধে পুলিশ কর্মকর্তা নিহত, আহত ৪

মানবজমিন ডেস্ক

১২ আগস্ট ২০১৮, রবিবার, ৯:৩৬ পূর্বাহ্ন

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে বন্ধুকযুদ্ধে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ নিরাপত্তাবাহিনীর সদস্য। নিহত পুলিশ কর্মকর্তা ভারতের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)-এর সদস্য। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়েছে, রোববার জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরের বটমালু এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তারক্ষী বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। আহত ৪ নিরাপত্তারক্ষীর মধ্যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর দুই সদস্য রয়েছেন। পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীরা এ অঞ্চলে আত্মগোপন করে আছে জানতে পেরে তারা এ অভিযান পরিচালনা করে। পুলিশের মহাপরিচালক শেশ পাল ভাইদ জানিয়েছেন, নিহত এসওজি কর্মকর্তার নাম পারভেজ আহমেদ। তিনি কাশ্মীরের রাজৌরি জেলার বাসিন্দা ছিলেন। তিনি ও তার সহযোগিরা সন্ত্রাসীদের তৎক্ষণাৎ হামলার শিকার হয়েছেন। সন্ত্রাসীরা একটি বাড়িতে লুকিয়ে ছিল এবং সুবিধাজনক অবস্থানে থাকার কারণে নিরাপত্তাবাহিনীর সদস্যদের উপরে ভয়াবহ এ হামলা পরিচালনায় সক্ষম হয়েছে। তিনি জানিয়েছেন, পালিয়ে যেতে সক্ষম হলেও সন্ত্রাসীদের কয়েকজনও আহত হয়েছে। পুলিশ এখন আশেপাশের এলাকায় তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ন তথ্য সংগ্রহ করছে পুলিশের বিশেষ দল। একইসময়ে কর্তৃপক্ষ রাজধানীর মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল।

কাশ্মীরের রাফিদাবাদে নিরাপত্তাবাহিনীর অভিযানে ৫ সন্ত্রাসী নিহত হওয়ার ৩ দিনের মাথায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটল। আগস্ট মাসে এখন পর্যন্ত সন্ত্রাসীদের সঙ্গে ৬ টি বন্দুকযুদ্ধ হয়েছে ভারতীয় নিরাপত্তাবাহিনীর। এতে ৫ সেনাসদস্য ও একজন পুলিশ কর্মকর্তাসহ মোট ২৩ জন নিহত হয়েছে। এ অঞ্চলটি সবসময়ই কয়েকটি সরকারি বাহিনীর সদস্যদের দ্বারা কঠোর নিরাপত্তাধীন থাকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status