বাংলারজমিন

তাড়াশে স্ত্রীর অধিকার দাবিতে তরুণীর অনশন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

১৩ আগস্ট ২০১৮, সোমবার, ৯:১৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রীর অধিকারের দাবিতে ৪ দিন যাবৎ অনশন করার ঘটনায় আতশী রানী উড়াও (১৮) নামের এক আদিবাসী তরুণীকে ব্যাপক মারপিটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের ক্ষীরসিন গ্রামের অমৃত উড়াও’র বাড়িতে। জানা গেছে, রায়গঞ্জ উপজেলার খৈচালা গ্রামের বাসুদের উড়াও’র মেয়ে আতশী রানী উড়াও গত ৫দিন পূর্ব থেকে স্ত্রীর অধিকারের দাবিতে ক্ষীরসিন গ্রামের অমৃত উড়াও’র ছেলে রাজকুমার উড়াও’র বাড়িতে অনশন শুরু করেন। স্থানীয়রা জানান, গার্মেন্টকর্মী আতশীর সঙ্গে তাড়াশের ক্ষীরসিন গ্রামের অমৃত উড়াও’র ছেলে রাজকুমার উড়াও (২৫) ঢাকায় গার্মেন্টে কাজ করার সময়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ২৯শে জুলাই তারা নোটারি পাবলিকে এফিডেভিট মূলে বিয়ে করেন। আতশী অভিযোগ করে বলেন, বিয়ের পর রাজকুমার তার বাবার কাছ থেকে ১ লাখ টাকা যৌতুক আনার জন্য চাপ দিতে থাকেন। কিন্তু তার পরিবার ১ লাখ টাকা যৌতুক দেবার মতো সামর্থ্য না থাকায় রাজকুমার তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে অস্বীকার করে আসছে। তাই নিরুপায় হয়ে তিনি স্ত্রীর অধিকারের দাবিতে অনশন শুরু করেছিলেন। এদিকে দেশিগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস আদিবাসী তরুণীর অনশনের খবর পেয়ে ছেলে পক্ষকে অনশনরত মেয়েকে সহ ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে আসেন। পরে সেখানে স্থানীয়দের নিয়ে একটি সালিশি বৈঠক করা হয়। সেখানে ছেলের বাবাকে ছেলেসহ ৩দিন পর ইউনিয়ন পরিষদে আসার নির্দেশ দেয়া হয় এবং অনশনরত আদিবাসী তরুণী আতশী রানীকে তার হেফাজতে দেয়া হয়। এদিকে মেয়ের মামা স্বপন কুমার উড়াও অভিযোগ করে বলেন, এরপর ছেলের অভিভাবকরা সন্ধ্যায় আতশীকে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় একটি অটো ভ্যানে তুলে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। পাশাপাশি আতশীকে রাজকুমারের বাড়িতে ফিরে এলে হত্যারও হুমকি দেয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন। পরে আতশীর স্বজনেরা আতশীকে মুমূর্ষু অবস্থায় তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status