বাংলারজমিন

টু ক রো খ ব র

১৩ আগস্ট ২০১৮, সোমবার, ৯:১৬ পূর্বাহ্ন

মেঘনায় ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে স্রোতের পানিতে তলিয়ে ইয়াসিন (৭) ও বিন ইয়ামিন (৭) নামের দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার হাড়িয়া গোবিন্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মেঘনা নদীর হাড়িয়া গোবিন্দি এলাকায় গতকাল দুপুরে গোসল করতে নামে ইয়াসিন। এ সময় স্রোতে তলিয়ে যেতে থাকলে বন্ধুকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে বিন ইয়ামিন। প্রচণ্ড স্রোতে সেও পানিতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে আশপাশের লোকজন দুই স্কুলছাত্রের লাশ উদ্ধার করে। ইয়াসিন উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া গোবিন্দি গ্রামের কামাল হোসেনের ছেলে সে স্থানীয় হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ও বিন ইয়ামিন একই এলাকার সালাউদ্দিনের ছেলে সে মুনলাইট কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্র। দুই স্কুলছাত্রের অকাল মৃত্যুতে দুটি পরিবারে চলছে শোকের মাতম।
নাশকতা মামলায় বিএনপির ৩ নেতা গ্রেপ্তার
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সোনারগাঁ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সফিউদ্দিন মেম্বার, যুবদলের সাংগঠনিক সম্পাদক নুরে ইয়াসিন নোবেল ও ফারুক মিয়া নামের বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় নাশকতার ঘটনায় পুলিশের দায়ের করা একটি মামলায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। শনিবার রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর এলাকায় স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল বের করা হয়। এ সময় মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ওই সময় নাশকতা ও বিস্ফোরণের মামলায় বিএনপির সাবেক এমপি গিয়াসউদ্দিন ও কেন্দ্রীয় বিএনপির সদস্য শাহ আলমসহ বিএনপির শতাধিক নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করে পুলিশ। ওই মামলার আসামি নুরে ইয়াসিন নোবেল ও সফিউদ্দিন মেম্বার ও ফারুক হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাদের গ্রেপ্তার করে পুলিশ।

শিক্ষার্থীদের মাঝে আম্রপালি চারা বিতরণ

এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে আম্রপালি আম গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে এনজিও প্রতিষ্ঠান আলোঘর দিশার উদ্যোগে এ চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সুলতান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা আশেক পারভেজ। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলেয়া আক্তার, আলোঘর দিশার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আনিছুর রহমান, প্রোগ্রাম অফিসার মো. কামাল হোসেন, সোনারগাঁ আলোঘর দিশার ম্যানেজার দানেয়াল মনির প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status