বাংলারজমিন

কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

১৩ আগস্ট ২০১৮, সোমবার, ৯:১৬ পূর্বাহ্ন

কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের বিজয়া-দিলদারপুর-ক্লিভডন সওজ অধিদপ্তরের আওতাধীন সড়কের উত্তর রঙ্গিরকুল এলাকায় প্রায় ১০০ ফুট জায়গায় পুকুরসমান তিনটি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল। বৃষ্টিতে গর্তে পানি জমায় কাদাজলে ভিজে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার লোকজনকে চলাচল করতে চরম ভোগান্তি পোহাতে হতো। বিভিন্ন ধরনের যানবাহন প্রায়ই দুর্ঘটনায় পড়তো। এ অবস্থায় ভুক্তভোগী লোকজন চাঁদা তুলে গত শুক্র ও শনিবার স্বেচ্ছাশ্রমে সড়কের ওই স্থানটি সংস্কার করেন। সরজমিন গিয়ে দেখা গেছে, সড়কটির উত্তর রঙ্গিরকুল গ্রামে কিছুদূর পর পর তিনটি বিশাল গর্ত। ৫০ থেকে ৬০ জন বিভিন্ন বয়সী লোক সেখানে ইট, বালু ও পাথর ফেলছেন। পাশাপাশি পানি নিষ্কাশনের সুবিধার্থে সড়কের দুই পাশে ছোট নালা খনন করা হচ্ছে। সংস্কারকাজে ব্যস্ত স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমকর্মী আবদুল আহাদ বললেন, এ সড়কটি সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের আওতাধীন। এটি দিয়ে জয়চণ্ডী ইউনিয়নের দুর্গাপুর, দিলদারপুর চা-বাগান, বিজয়া চা-বাগান, রঙ্গিরকুল, নোয়াগাঁও, কামারকান্দি ও গিয়াসনগর গ্রামের অন্তত ১০ হাজার লোক চলাচল করে। সড়কের ওই স্থানের দুই পাশে দিলদারপুর উচ্চবিদ্যালয়, দিলদারপুর প্রাথমিক বিদ্যালয়, বন্দ্যে আলী প্রাথমিক বিদ্যালয় ও গিয়াসনগর দাখিল মাদরাসা পড়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এ সড়ক দিয়ে চলাচল করে। এ ছাড়া কুলাউড়া ও পার্শ্ববর্তী জুড়ী উপজেলার লোকজনের চলাচলের বিকল্প সড়ক এটি। স্থানীয় ওয়ার্ড এবং ওই এলাকার বাসিন্দা আজমল আলী জানান, প্রায় তিন বছর আগে সড়কে ৩টি গর্তের সৃষ্টি হয়। ধীরে ধীরে সেগুলো বড় হতে থাকে। সমপ্রতি সড়কটি সংস্কারের বিষয়ে উত্তর রঙ্গিরকুল গ্রামের লোকজন মতবিনিময় সভা ডাকেন। সভায় গ্রামবাসীর চাঁদায় তিনটি গর্ত ভরাট ও নালা খননের সিদ্ধান্ত হয়। সামর্থ্য অনুযায়ী লোকজন ১০০ থেকে ৫০০ টাকা করে চাঁদা দেন। এখানে ইউনিয় পরিষদ থেকেও কিছুটা সহায়তা করা হয়েছে। এ টাকা দিয়ে বিভিন্ন উপকরণ কেনা হয়েছে। ‘আশার আলো যুব সংঘ’ ও ‘হামাদান সমাজকল্যাণ পরিষদ’ নামের স্থানীয় দুটি সামাজিক সংগঠনের সদস্যরাও এ কাজে সহযোগিতা করছেন। সওজ অধিদপ্তরের কুলাউড়া সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবদুল মান্নান বলেন, কুলাউড়া-ক্লিভডন বাগান-গাজীপুর-জুড়ী সড়কটি সংস্কারে একটি প্রকল্প নেয়া হয়েছে। তবে এখনো তা অনুমোদন হয়নি। অনুমোদন হলে দ্রুত কাজ করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status