বাংলারজমিন

স্থায়ী ঠিকানা গোপন রেখে প্রাইমারিতে চাকরি!

ইমাদ উদ দীন, মৌলভীবাজার থেকে

১৩ আগস্ট ২০১৮, সোমবার, ৯:১৩ পূর্বাহ্ন

কেশবচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফজলুল কাদেরের স্থায়ী ঠিকানা নেত্রকোনা জেলায়, বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রুমা পণ্ডিতের স্থায়ী ঠিকানা বরিশাল, নালিউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাজহারুল ইসলাম ও রাজনগর উপজেলার আদর্শ খাস প্রেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাখাওয়াত হোসেনের স্থায়ী ঠিকানা মৌলভীবাজার নয়। সহকারী শিক্ষক পদে দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবদুল মোতালিবের স্থায়ী ঠিকানা হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায়, সদর উপজেলায় প্রধান শিক্ষক পদে বাসতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পীযূষ কান্তি দাসের স্থায়ী ঠিকানা শ্রীমঙ্গল উপজেলায়, জুমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রণদির দাসের স্থায়ী ঠিকানা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়, শাহবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিলুপা ইয়াসমিনের স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলায়, বিনশনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাহানারা আক্তার মজুমদারের স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলায়, আটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপ্লব দাসের স্থায়ী ঠিকানা রাজনগর উপজেলার অন্তহরি গ্রামে, গয়ঘড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইদা আক্তারের স্থায়ী ঠিকানা ব্রাক্ষণবাড়িয়া জেলায়, রাখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমিনুল ইসলামের স্থায়ী ঠিকানা মানিকগঞ্জ জেলায়, বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাহমিদা ইসলামের স্থায়ী ঠিকানা হবিগঞ্জ জেলায়, বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রুমা পণ্ডিতের স্থায়ী ঠিকানা বরিশাল জেলায়, রাজনগর উপজেলার সিরাজ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হযরত আলীর বাড়ি রংপুর, বড়কাঁপন (একাটুনা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সারওয়ার ইসলাম, নিতেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মনিরা বেগম, পদিনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইফুল ইসলামের স্থায়ী ঠিকানা মৌলভীবাজার নয়। আছমা বেগম শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থায়ী ঠিকানা বরিশাল জেলায়, রবেন্দ্র বিজয় দাস আথানগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থায়ী ঠিকানা বালাগঞ্জ, কবির হুসেন নারাইন পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থায়ী ঠিকানা নবীগঞ্জ, সুদীপ ভট্টাচার্য শ্রীনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়, স্থায়ী ঠিকানা পাচগাঁও রাজনগর, সুবীর ভট্টাচার্য আলী আমজাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, স্থায়ী ঠিকানা পাঁচগাও রাজনগর, পুনরায় আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থায়ী ঠিকানা কুমিল্লা, মাজেদা বেগম স্থায়ী ঠিকানা কুমিল্লা, সেলিনা বেগম স্থায়ী ঠিকানা কুমিল্লা, কামাল হোসেন লক্ষ্মীবালা স্থায়ী ঠিকানা কমলগঞ্জ, এছাড়াও জেলার রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় অনেক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের স্থায়ী ঠিকানা মৌলভীবাজার নয় বলে শিক্ষকরা অভিযোগ করেছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও এবিষয়ে অনেকেই তাদের ক্ষোভের কথা লিখছেন। মৌলভীবাজার থেকে বাহিরাগতদের প্রতিহত করতে ইতি মধ্যে ‘সহকারী শিক্ষক নিয়োগে বহিরাগত প্রতিহত পরিষদ’ নামে একটি সংগঠন করা হয়েছে। সংগঠনের নেতাকর্মীরা ইতি মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান ও জেলা শিক্ষা অফিসার মো. বায়েজিদ খানসহ একাধিক ব্যক্তির সাথে বিষয়টি নিয়ে মতবিনিময় সভা করেছেন এবং তাদের আন্দোলন অব্যাহত থাকার কথা জানান। এ বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগে বহিরাগত প্রতিহত পরিষদের মো. মুজাহিদ উদ্দিন বলেন, আইন লঙ্ঘন করে যারা মৌলভীবাজারে সরকারি চাকরি নিয়েছে আমরা তাদের প্রতিহত করতে চাই এবং তাদের সর্বোচ্চ শাস্তি চাই। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মৌলভীবাজার জেলা সভাপতি ডা. ছাদিক আহমদ বলেন, যারা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে চাকরি নিয়েছেন এবং যারা অন্যায়ভাবে এই চাকরির সুযোগ করে দিয়েছেন তদন্ত সাপেক্ষে তাদের উভয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি থাকবে। সচেতন নাগরিক ফোরাম (সনাফ) মৌলভীবাজার-এর সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক বলেন, প্রতিবছরই কিছু দুর্নীতিবাজ ও অসাধু কর্মকর্তাদের যোগসাজশে জেলার শিক্ষিত বেকার যুবকরা তাদের ন্যায্য চাকরিপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। এই দুর্নীতি বন্ধ না হলে এ জেলার বাসিন্দাদের নিয়ে আন্দোলনের মাধ্যমে সমুচিত জবাব দেয়া হবে। তিনি বলেন, ১৪ই আগস্ট সনাকের উদ্যোগে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে এই দুর্নীতির প্রতিবাদে সর্বস্তরের নাগরিকের অংশগ্রহণে মানববন্ধন ও পথা সভা অনুষ্ঠিত হবে। জেলা শিক্ষা অফিসার মো. বায়েজিদ খান বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখনও কেউ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status