বাংলারজমিন

শ্রীমঙ্গলে ১৫ দরিদ্র নারীর ক্ষুদ্র ঋণের টাকা নিয়ে দলনেত্রী উধাও

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

১৩ আগস্ট ২০১৮, সোমবার, ৯:১০ পূর্বাহ্ন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৫ হতদরিদ্র নারীর ক্ষুদ্র ঋণের সাড়ে ৬ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে এক দলনেত্রী। গতকাল রোববার দুপুরে শ্রীমঙ্গল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত নারীরা। ক্ষতিগ্রস্ত নারীদের পক্ষে ডলি বেগম বলেন, বিগত কয়েক বছর যাবৎ কয়েকটি এনজিও সঞ্চয় সমিতি উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া গ্রামের অর্ধশিক্ষিত ও দরিদ্র মহিলাদের মাঝে ক্ষুদ্র ঋণ দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় এলাকার দরিদ্র মহিলারা বিভিন্ন সমিতির কাছ থেকে ক্ষুদ্র ঋণ সহায়তা নিয়ে আসছে। নিয়ম অনুযায়ী প্রত্যেক গ্রামে একটি কেন্দ্র ও একজন করে কেন্দ্রপ্রধান করা হয়। সেই মোতাবেক একই গ্রামের আবদুল জলিলের স্ত্রী লাইলী বেগম (৩৫)কে কেন্দ্রপ্রধান করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় বিগত ২ বছর আগে দলনেত্রী হওয়ার সুবাদে লাইলী বেগম মহিলাদের সরলতার সুযোগ নিয়ে সমিতির কর্মকর্তাদের যোগসাজশে ৮টি ক্ষুদ্র ঋণ সমিতি থেকে ১৫ জন নারীর নামে ৬ লাখ ৩২ হাজার টাকা ঋণ উত্তোলন করে। এ ঋণ উত্তোলনকালে সমিতির কর্মকর্তারা দলপ্রধানের কারণ দেখিয়ে সরাসরি লাইলী বেগমের হাতে ঋণের টাকা তুলে দেয় বলে অভিযোগ করা হয়।
ক্ষতিগ্রস্ত নারীরা জানান, টাকা তোলার সময় আমাদের নামে টাকা তুলে লাইলী বেগম মহিলাদের এই ঋণের কিস্তি পরিশোধসহ সকল দায়-দায়িত্ব সে নিজে বহন করবে বলে প্রতিশ্রুতি দেয়। এর ২ বছর পর গত কয়েক সপ্তাহ যাবৎ ব্র্যাক, ব্যুরো বাংলাদেশ, পল্লী দরিদ্র ফাউন্ডেশন, শক্তি ফাউন্ডেশন, সিসিডি, পাতাকুঁড়ি সোসাইটি, আগ্রহ উন্নয়ন সংস্থা ও আশার ক্ষুদ্র ঋণ প্রকল্পের কর্মকর্তারা বাড়ি গিয়ে ঋণ কিস্তি পরিশোধের তাগিদ দেয়। এ ঘটনায় আমরা জানতে পারি বিগত ২ বছর দলনেত্রী লাইলী বেগম নিয়মিত ঋণ কিস্তি পরিশোধ করে আসছিল। এ বিষয়ে জানার জন্য আমরা সকল নারী সদস্যরা লাইলী বেগমের বাড়ি গিয়ে দেখি সে পালিয়ে গেছে। এনিয়ে আমরা ইউপি চেয়ারম্যান ভানু লাল রায়ের কাছে নালিশ করলে তার কাছ থেকে কোনো সাহায্য পাইনি। পরে ক্ষতিগ্রস্ত নারীদের পক্ষে অর্চনা রানী বৈদ্য বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এদিকে বিভিন্ন সমিতির ঋণ আদায়কারীরা এসব প্রতারিত নারীদের বাড়ি বাড়ি গিয়ে ঋণের কিস্তি পরিশোধে চাপ সৃষ্টি এবং উল্টো মামলার ভয়ভীতি প্রদর্শন করছে। এ অবস্থায় আমরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছি। সংবাদ সম্মেলনে নারীরা প্রতারক লাইলী বেগমকে খুঁজে বের করতে প্রশাসনের প্রতি দাবি জানিয়ে বলেন, আমাদের নামে উত্তোলিত ঋণের টাকা ফেরত না পেলে ঋণের বোঝা মাথায় নিয়ে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না।
সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত নারী শৈলী বৈদ্য, অর্চনা বৈদ্য, লক্ষ্মী সূত্রধর, সুফিয়া বেগম, ছয়ফুল বেগম, ডলি বেগম, আসমা বেগম, ছত্তারানী, আমিনা বেগম, রেনু বেগম, বানেছা বেগম, বেবী বেগম, সঞ্জু বৈদ্য, রহিমা বেগম ও সামসুন্নাহার উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status