অনলাইন

‘কোনো অপশক্তি উন্নয়নের ধারা বন্ধ করতে পারবে না’

স্টাফ রিপোর্টার

১২ আগস্ট ২০১৮, রবিবার, ১:৪০ পূর্বাহ্ন

বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে। কোনো অপশক্তি এই উন্নয়নের ধারা বন্ধ করতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রবিবার রাজধানীর শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলের সামনে আন্ডারপাস উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সারা দেশে ফ্লাইওভার, ওভার ব্রিজ হচ্ছে। নানা উন্নয়নমূলক কাজ হচ্ছে। এসব অব্যাহত থাকবে। তিনি বলেন, নগরে এখন ৩৪টি ফুটওভার ব্রিজ আছে কিন্তু ৪টিও ব্যবহার হচ্ছে না। তাই সবাইকে অনুরোধ করবো ফ্লাইওভারব্রিজ-আন্ডারপাস ব্যবহার করতে।

উল্লেখ্য, গত ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের একটি বাসের ধাক্কায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়।  পরে কলেজ সংলগ্ন সড়কে আন্ডারপাস নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status