অনলাইন

টঙ্গীতে স্ত্রী হত্যা মামলায় স্বামীর ফাঁসি

স্টাফ রিপোর্টার

১২ আগস্ট ২০১৮, রবিবার, ১:৩৩ পূর্বাহ্ন

গাজীপুরের টঙ্গীর দক্ষিণ আউচপাড়া এলাকায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর ফাঁসির রায় দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সকাল ১১টায় গাজীপুরের জেলা ও দায়রা জজ  আদালতের বিচারক এ. কে এম এনামুল হকের আদালত এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় দন্ডপ্রাপ্ত আসামি উপস্থিত ছিলেন।
গাজীপুর আদালতের পিপি হারিছউদ্দিন আহম্মদ জানান, গত ২০১৫ সালের ০৫ আগষ্ট তারিখে পারিবারিক কলহের জেরে আনিছুর রহমান তার স্ত্রীকে বটি ও দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে কৌশলে স্ত্রীকে গ্রামের বাড়িতে পাঠানোর সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এই ঘটনায় নিহতের চাচাতো ভাই তরিকুল ইসলাম বাদি হয়ে টঙ্গী থানায় মামলা দায়ের করেন। পরে আদালত দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য গ্রহণ শেষে রবিবার সকাল ১১টায় এ রায় প্রদান করেন। মামলার রায়ে রাষ্ট্রপক্ষ ও নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন। রাষ্টপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহম্মদ ও বিবাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শহীদুল ইসলাম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status