দেশ বিদেশ

কোনো বিকল্প নেই সংলাপের: মোস্তফা

স্টাফ রিপোর্টার

১২ আগস্ট ২০১৮, রবিবার, ১০:৩৫ পূর্বাহ্ন

চলমান রাজনৈতিক অস্থিরতা থেকে দেশ ও জাতিকে মুক্তি দিতে ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সংলাপের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া। তিনি বলেছেন, সরকারি দলের সাধারণ সম্পাদক যখন প্রধান বিরোধী দলের সঙ্গে সংলাপের বিষয়টিকে এড়িয়ে যান তখন জাতির মধ্যে একধরনের আতঙ্ক সৃষ্টি করে। সরকারের মনে রাখা উচিত, বল প্রয়োগ করে কোনো সমস্যার সমাধান কারো জন্যই কল্যাণকর নয়। আলোচনার মধ্যদিয়েই সমস্যার সমাধান জাতির জন্য কল্যাণকর। জাদু মিয়া মিলনায়তনে বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক শহীদ এসএমএ রবের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীকে কোমরে দড়ি লাগিয়ে রিমান্ডে নেয়া হচ্ছে। এ যেন গোটা ছাত্রসমাজের কোমরে দড়ি বেঁধে টেনে নেয়া হচ্ছে। এটা জাতির জন্য শুধু লজ্জার নয়, এ দৃশ্য দেখে মানুষ ধিক্কার জানাচ্ছে। সরকার কতটা নিষ্ঠুর নির্মম হতে পারে যে, কোমলমতি ছাত্রছাত্রীদের ন্যায্য আন্দোলনের দাবি দমন করতে তাদের গ্রেপ্তার করে পায়ে ডান্ডাবেড়ি ও কোমরে দড়ি দিয়ে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে। অবৈধ সরকার টিকে থাকতে কতটা নির্মমতার পথ বেছে নিতে পারে- এটি তার একটি নিকৃষ্ট উদাহরণ। তিনি শহীদ এসএমএ রবের হত্যাকাণ্ডের বিচার দাবি জানিয়ে বলেন, রাজনৈতিক নেতৃত্বের হত্যাকাণ্ডের বিচার না হলে জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এসব হত্যাকাণ্ডের বিচার না হওয়া একটি জাতির জন্য লজ্জাজনক। শহীদ এসএমএ রব স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণসভায় সংগঠনের সমন্বয়কারী মঞ্জুর হোসেন ঈসার সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন গণতান্ত্রিক ঐক্য আহ্বায়ক রফিকুল ইসলাম, জিনাফ সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার, তৃণমূল নাগরিক আন্দোলন সভাপতি মুহম্মদ মফিজুর রহমান লিটন, এনডিপি প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ মুছা, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন বক্তব্য দেন।
এছাড়া খুলনার বসুপাড়া কবরস্থানে এসএমএ রবের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়। পারিবারিকভাবে মিলাদ ও দোয়া মাহফিল করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status