দেশ বিদেশ

চট্টগ্রামে পশুর হাট উদ্বোধন করলেন মেয়র

চট্টগ্রাম প্রতিনিধি

১২ আগস্ট ২০১৮, রবিবার, ১০:৩৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দিন গতকাল দুপুরে নুর নগর হাউজিং এস্টেট ইলিয়াছ ব্রাদার্স মার্কেট মাঠে ফিতা কেটে কর্ণফুলী পশুর হাট উদ্বোধন করেন। ঈদুল আজহার কোরবানি পশুর হাট উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটের ইজারাদার আলহাজ আবদুল মন্নান।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শান্তিপূর্ণভাবে ব্যবসা করার অধিকার সবার রয়েছে। তবে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা বা চাঁদাবাজি করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। মেয়র বলেন, নগরীর বিভিন্ন স্থানে ৮টি পশুর হাট ইজারা দিয়েছে সিটি করপোরেশন। তন্মধ্যে ২টি স্থায়ী ও ৬টি অস্থায়ী পশুর হাট রয়েছে। স্থায়ী পশুর হাটগুলো হচ্ছে- সাগরিকা গরুর বাজার ও বিবির হাট গরুর বাজার। অস্থায়ী হাটগুলো হচ্ছে-কর্ণফুলী নুর নগর হাউজিং এস্টেট, কাটগড় গরুর বাজার, সল্টগোলা গরুর বাজার, স্টিল মিল গরুর বাজার, কমল মহাজন গরুর বাজার ও পোস্তারপাড় ছাগল বাজার। আজ থেকে ঈদুল আজহার ঈদের দিন পর্যন্ত এসব স্থানে কোরবানি পশু বেচাকেনা চলবে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি আলহাজ সামসুল আলম। স্থানীয় কাউন্সিলর আলহাজ হারুন উর রশিদ, এম আশরাফুল আলম ও হাসান মুরাদ বিপ্লব বক্তব্য রাখেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status