দেশ বিদেশ

শূন্য টেবিলে সংলাপ হয় না স্বচ্ছ মন নিয়ে সংলাপে বসুন- রিজভী

স্টাফ রিপোর্টার

১২ আগস্ট ২০১৮, রবিবার, ১০:২২ পূর্বাহ্ন

শূন্য টেবিলে সংলাপ হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অবাধ, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বিএনপি। কিন্তু আলোচনার জন্য সুনির্দিষ্ট বিষয়বস্তু থাকতে হবে। বিএনপির সুনির্দিষ্ট দাবি আছে, সেই দাবিগুলোকে তো বিবেচনায় নিতে হবে। অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের জন্য ইতিমধ্যে বিরোধী দলগুলোর পক্ষ থেকে যে প্রস্তাব দেয়া হয়েছে সেসব বিষয়ে আলোচনা হতে পারে। শূন্য টেবিলে, শূন্য হাতে তো আলোচনা হয় না। ক্ষমতাসীনরা যদি এটা না চায়, তাহলে বুঝতে হবে তাদের মন স্বচ্ছ না। তাদের মন সাদা নয়, ধূসর। আমরা সরকারের প্রতি আহ্বান রাখছি, আসুন- স্বচ্ছ মন নিয়ে সংলাপে বসুন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘পূর্বশর্ত দিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা নয়’ বলে যে বক্তব্য দিয়েছেন তার প্রেক্ষিতে গতকাল নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী একথা বলেন। বিএনপির মুখপাত্র বলেন, জাতীয়তাবাদের প্রতীক খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি করে রাখবেন আর নির্বাচনের কথা বলবেন, সেটা কীভাবে হয়? নির্বাচনের আগে তাকে মুক্তি দিতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। কারণ, এই কমিশন নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা দুটোই হারিয়েছে। তিনি বলেন, বিএনপি সব সময় অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের কথা বলে আসছে। কেবল অংশগ্রহণমূলক হলেই হবে না, নির্বাচন সুষ্ঠু হতে হবে। যে নির্বাচনে ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এসব বিষয়ের সমাধান না হলে সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। বিএনপিও সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না। এ সময় নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের বিষয়ে শহিদুল আলমের দেয়া বক্তব্যকে জনগণের ভাষা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, পুলিশ হেফাজতে শহিদুল আলমের শারীরিক নির্যাতনের পক্ষে কথা বলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা উচ্চ আদালতের দেয়া রায় ও সংবিধানকে অবমাননা করেছেন। পরিবহনের নৈরাজ্য এখনো যায়নি দাবি করে রিজভী বলেন, আন্দোলন দমানোর নামে শিক্ষার্থীদের গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে নির্যাতন বেপরোয়া চালকদের করেছে আরো বেশি বেপরোয়া। সড়কে নৈরাজ্য ও ভোগান্তি আরো বেড়েছে। কারণ পরিবহন সেক্টরে হঠকারী ও অবিমৃষ্যকারিতার জনক নৌমন্ত্রী শাজাহান খান এখনো নির্লজ্জ দাপট দেখিয়ে যাচ্ছেন। তিনি বলেন, পরিবহন সেক্টরে নৈরাজ্যের জন্য দায়ী সড়ক ও সেতু মন্ত্রণালয়। টাকার বিনিময় লাইসেন্স, আনফিট গাড়ির ছাড়পত্র দেয়ার পাশাপাশি রাস্তাঘাটের বেহাল দশা, সর্বব্যাপী দুর্নীতির জন্য দায়ী সেতু মন্ত্রণালয় ও সরকার। সড়কের অবস্থাপনার জন্য ঈদের ঘরমুখো মানুষ ছুটছে ট্রেনে। সেতুমন্ত্রী যদি সফলই হতেন তাহলে মানুষ ট্রেনের দিকে ঝুঁকছে কেন? সড়ক ব্যবস্থাপনায় ব্যর্থতার মন্ত্রীর নাম ওবায়দুল কাদের। আর তিনিই হলেন পরিবহন সেক্টরের সকল দুষ্কর্মকে বৈধতা দানের ফেরিওয়ালা- নাটের গুরু। রিজভী বলেন, একদিকে শহিদুল আলমের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রীকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। অপরদিকে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগের সশস্ত্র হামলার দৃশ্য ধারণ করতে গিয়ে হামলায় ক্ষত-বিক্ষত হয়েছেন সাংবাদিকরা। এখনো কেন সাংবাদিকদের ওপর হামলাকারী চিহ্নিত ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগের লোকজন গ্রেপ্তার হলো না তার জবাব কী প্রধানমন্ত্রীর সন্তান এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দেবেন?
শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর চিহ্নিত হামলাকারীরা আইনের ঊর্ধ্বে না নিচে বাস করেন তা জানাবেন কী তিনি? এ সময় ৫৭ ধারার মাধ্যমে গ্রেপ্তারের সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, এটা কালো আইন। এটা উৎপীড়ন করার জন্য প্রণয়ন করা হয়েছে। তথ্য-প্রযুক্তি আইনে এই ধারা সংযোজন করা হয়েছে যা এখন প্রতি মুহূর্তে ফুটে উঠছে। এই ধারা প্রয়োগ করে মতপ্রকাশের স্বাধীনতাকে টুঁটি চেপে ধরা হয়েছে। লেখক, বুদ্ধিজীবী, কলামিস্ট, রাইটস গ্রুপ, মুক্তচিন্তার মানুষের মাথার উপরে ঝুলিয়ে রাখা হয়েছে ৫৭ ধারার তরবারি। যে আইনের নির্মম প্রয়োগে ও নির্দয় উৎপীড়নে রক্তে ভিজেছে আলোকচিত্রী শহিদুল আলমের পরিধেয় বস্ত্র। সংবাদ ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন ও বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status