শেষের পাতা

খেলাফত মজলিসের সঙ্গে নির্বাচনী সমঝোতা এরশাদের

স্টাফ রিপোর্টার

১২ আগস্ট ২০১৮, রবিবার, ১০:২২ পূর্বাহ্ন

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে খেলাফত মজলিসের (একাংশ) সঙ্গে সমঝোতা করেছে জাতীয় পার্টি। গতকাল রাজধানীর  ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দুই দলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর সংবাদ সম্মেলনে নেতারা আগামী নির্বাচনে একসঙ্গে থাকার ঘোষণা দেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও খেলাফতে মজলিসের আমির আল্লামা হাবিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের সিনিয়র মহাসচিব ইসমাঈল নূরপুরী বলেন, দেশে ইসলামী মূল্যবোধ রক্ষায় এরশাদই একমাত্র সৈনিক। ইসলাম রক্ষার ইমামতি আমরা কোনো নারীকে দিতে পারি না। তাই ইসলাম রক্ষার এ আন্দোলনে আমরা হুসেইন মুহম্মদ এরশাদকে ইমামতি দিচ্ছি। জোটবদ্ধ হতে করা চুক্তির শর্তে রয়েছে কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন না করা, হজরত মোহাম্মদ (সা.) সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী- এটা সংবিধানে যুক্ত করা, কওমি মাদরাসার সনদের সরকারি স্বীকৃতি যথাযথভাবে বাস্তবায়ন, ইসলাম, নবী, রাসুল ও সাহাবিদের নামে কটূক্তিকারীদের শাস্তির বিধানসংবলিত আইন করা, সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা এবং সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, পৃথিবীজুড়ে ইসলাম আজ ধ্বংসের মুখে। পৃথিবীর নানা প্রান্তে মুসলমানরা আজ একে অন্যের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত। অন্যদিকে পশ্চিমা বিশ্ব মধ্যপ্রাচ্য থেকে সম্পদ আহরণ করে নিজেরা ধনী হচ্ছে। এসবের প্রতিবাদ করার কেউ নেই। পশ্চিমা বিশ্বের ‘ইসলামবিরোধী’ কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে সম্প্রতি গঠিত নতুন রাজনৈতিক জোট ‘সম্মিলিত জাতীয় জোট’ নিয়ে লড়াই চালিয়ে যাবেন বলেও ঘোষণা দেন এরশাদ। আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে জাতীয় পার্টি শেষ পর্যন্ত থাকবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা ভবিষ্যতে দেখা যাবে।’ জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, খেলাফতে মজলিসের সিনিয়র মহাসচিব ইসমাইল নূরপুরীসহ বিএনএ, ইসলামী মহাজোটের নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status