দেশ বিদেশ

বঙ্গবন্ধুর আদর্শের মৃত্যু নেই: দোলন

স্টাফ রিপোর্টার

১২ আগস্ট ২০১৮, রবিবার, ১০:২২ পূর্বাহ্ন

কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফুর রহমান দোলন বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে ঘাতকরা তার আদর্শকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু তারা জানে না বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার কখনো মৃত্যু হয় না। গতকাল শনিবার ফরিদপুরের আলফাডাঙ্গায় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে আলফাডাঙ্গা আদর্শ কলেজ কর্তৃপক্ষ এ সভার আয়োজন করে। এছাড়া রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, চিত্রকলা প্রদর্শনী ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। আরিফুর রহমান দোলন বলেন, শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এই দেশকে সোনারবাংলা হিসেবে গড়ে তোলা। তিনি নেই। তার অবর্তমানে তারই দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু একটি চেতনার নাম, বিশ্বাসের নাম ও আদর্শের নাম। তার আদর্শের সৈনিক হিসেবে তার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। আলফাডাঙ্গা আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান এমএম জালাল উদ্দীন আহমেদ, ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান খান বেলায়েত হোসেন, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু হোসেন তালুকদার প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status