খেলা

বার্সায় লাতিনদের রাজত্ব

স্পোর্টস ডেস্ক

১২ আগস্ট ২০১৮, রবিবার, ৯:৫৭ পূর্বাহ্ন

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার নতুন সংযোজন আরতুরো ভিদাল। এবারের দলবদলে জার্মান বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ থেকে চিলির এই তারকা মিডফিল্ডারকে দলে ভেড়ায় কাতালান ক্লাবটি। এর ফলে বার্সেলোনায় লাতিন আমেরিকার ফুটবলারদের সংখ্যা বেড়ে দাঁড়ালো আটে। ২০১৮-১৯ মৌসুমে বার্সার পরিকল্পনা কী? সেটা বলবে সময়। তবে মৌসুম শুরুর আগেই দেখা যাচ্ছে এবার কোচ আরনেস্তো ভালভার্দের দল অনেকাংশেই লাতিন ফুটবলারদের উপর নির্ভর। শুধু এই গ্রীষ্মকালীন দলবদলে তিনজন লাতিন আমেরিকান ফুটবলারকে কিনেছে বার্সেলোনা। তারা হলেন, দুই ব্রাজিলিয়ান আর্থার মেলো ও ম্যালকম আর সর্বশেষ চিলির মিডফিল্ডার আরতুরো ভিদাল। এর আগে চলতি বছরের জানুয়ারিতে বার্সেলোনায় নতুন করে ঠিকানা গড়েন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ্পে কুটিনহো। লিভারপুল থেকে সেবার ঢাকঢোল বাজিয়েই তাকে ন্যু ক্যাম্পে নিয়ে আসে কাতালান ক্লাবটি। আগে থেকেই বার্সায় রাজত্ব করছেন লিওনেল মেসি। গত এক যুগেরও বেশি সময় ধরে বার্সার ভার এই আর্জেন্টাইন স্ট্রাইকারের কাঁধে। ২০১৪ সালে লিভারপুল থেকে বার্সায় এসে লিওনেল মেসিকে দারুণভাবে সঙ্গ দিচ্ছেন লাতিন আমেরিকার দেশ উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজও। এদিকে ২০১১ সালে বার্সায় যোগ দেয়া ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহা এখন ধারে খেলছেন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে। চলতি বছরের শুরুতে ২০১৭-১৮ মৌসুমের বাকি সময়টার সঙ্গে আরো পাঁচ বছরের জন্য বার্সায় যোগ দিয়েছিলেন কলম্বিয়ার সেন্টারব্যাক ইয়েরি মিনা। কিন্তু বুধবার ৩০ মিলিয়ন ইউরোর ট্রান্সফারে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব এভারটনের সঙ্গে চুক্তি করেন তিনি। গত মৌসুমে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা না জিতলেও স্প্যানিশ লা লিগা ও স্প্যানিশ কোপা দেল রে’র শিরোপা জেতে বার্সা। আগামী ১৯শে আগস্ট দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের লা লিগা মিশন শুরু করবে মেসি-সুয়ারেজরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status