খেলা

লর্ডসে টাইগারদের লজ্জা এখন ভারতের

স্পোর্টস ডেস্ক

১২ আগস্ট ২০১৮, রবিবার, ৯:৫৭ পূর্বাহ্ন

জেমস অ্যান্ডারসনের অসাধারণ বোলিং ভেলকিতে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১০৭ রানে অলআউট হয় ভারত। আর এতে লর্ডসে বাংলাদেশের সর্বনিম্ন রানের লজ্জা কমালো তারা। এই মাঠে গত ১০০ বছরে প্রথমে ব্যাট করে ওভারের হিসাবে কোনো দলের দ্বিতীয় সর্বনিম্ন ইনিংস এটি। এর আগেই দ্বিতীয় সর্বনিম্ন ১০৮ রানের রেকর্ড ছিল বাংলাদেশের। ২০০৫ সালের জুনে হওয়া ওই ম্যাচে প্রথম ইনিংসে ৩৮.২ ওভারে অলআউট হয়েছিল তারা। এটা ছিল বাংলাদেশের প্রথম ইংল্যান্ড সফর। এদিন নিজেদের ক্রিকেট ইতিহাসে ১৩তম টেস্ট খেলে টাইগাররা। লর্ডসে ১০০ বছরের মধ্যে সবচেয়ে সর্বনিম্ন ইনিংসের রেকর্ড জিম্বাবুয়ের। ২০০০ সালে জিম্বাবুয়ে গুটিয়ে গিয়েছিল ৮৩ রানে। ইনিংটি স্থায়ী ছিল ৩০.৩ ওভারে। বিশ্বের অন্যতম সেরা এই মাঠে প্রথমে ব্যাট করে সব মিলিয়ে এটি (ভারতের ৩৫.৩) চতুর্থ সর্বনিম্ন ইনিংস। আর ভারতের দ্বিতীয় সর্বনিম্ন। ১৯৭৪ সালে ভারত ৪২ রানে অলআউট হয়েছিল ১৭ ওভারে, যা এখনো লর্ডসে তাদের সবচেয়ে সংক্ষিপ্ততম ইনিংস। অবশ্য সেটি ম্যাচের তৃতীয় ইনিংসে। ১৯৯০ সালের পর ভারত কখনোই লর্ডসে ৬২ ওভারের নিচে অলআউট হয়নি। জবাবে গতকাল ২৩০/৫ সংগ্রহ নিয়ে ম্যাচের তৃতীয় দিনের চা বিরতিতে যায় ইংল্যান্ড।
ইতিহাসের অপেক্ষায় অ্যান্ডারসন
আর মাত্র এক উইকেটে পেলেই ইতিহাস গড়বেন জেমস অ্যান্ডারসন। শুক্রবার লর্ডসে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন বল হাতে আগুন ঝড়িয়েছেন ইংলিশ এই পেসার। এই ইনিংসে ৫ উইকেটে শিকার করেন অ্যান্ডারসন। লর্ডসে তার উইকেট সংখ্যা এখন ৯৯। অর্থাৎ লর্ডসে আর মাত্র ১ উইকেট পেলেই অনন্য এক সেঞ্চুরি গড়বেন তিনি। ক্রিকেটের মক্কা খ্যাত এই মাঠে সর্বাধিক টেস্ট উইকেট শিকারের তালিকায় অনেক আগে থেকেই শীর্ষে অ্যান্ডারসন। তার পরের অবস্থানে আছেন স্বদেশি স্টুয়ার্ট ব্রড। ভারতের বিপক্ষে প্রথম ইনিংস শেষে দু’জনের উইকেট ব্যবধান ২০। অ্যান্ডারসনের যেখানে ৯৯, ব্রডের সেখানে ৭৯। শুক্রবার অ্যান্ডারসন ক্যারিয়ারে ২৬তম বারের মতো ৫ উইকেটের কৃতিত্ব দেখান। লর্ডসে ওয়ানডেতেও সর্বাধিক উইকেট শিকারের সংখ্যায় দ্বিতীয় স্থানে অ্যান্ডারসন। এই মাঠে ১৯ উইকেট নিয়েছেন ওয়ানডেকে বিদায় বলা এই পেসার। ২৭ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে ড্যারেন গফ। ১৩৯ টেস্টে ৫৪৯ উইকেট শিকার অ্যান্ডারসনের। যা ইংল্যান্ডের পক্ষে সর্বাধিক। চলমান টেস্টেই ১ উইকেট নিলে যেমন লর্ডসে ১০০ উইকেটের মাইলফলক হবে অ্যান্ডারসনের, তেমনি ৫৫০তম উইকেটও শিকার হবে একই সঙ্গে।
লর্ডসে গত ১০০ বছরে সর্বনিম্ন প্রথম পাঁচ ইনিংস
দল স্কোর ওভার প্রতিপক্ষ সাল ফল
জিম্বাবুয়ে ৮৩ ৩০.৩ ইংল্যান্ড ২০০০ হার
ভারত ১০৭ ৩৫.২ ইংল্যান্ড ২০১৮ চলমান
বাংলাদেশ ১০৮ ৩৮.২ ইংল্যান্ড ২০০৫ হার
অস্ট্রেলিয়া ১৯০ ৪০.২ ইংল্যান্ড ২০০৫ জয়
ইংল্যান্ড ৭৭ ৪২.৩ অস্ট্রেলিয়া ১৯৯৭ ড্র
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status