খেলা

ম্যানইউ’র জার্সিতে গর্বিত পগবা: মরিনহো

স্পোর্টস ডেস্ক

১২ আগস্ট ২০১৮, রবিবার, ৯:৫৬ পূর্বাহ্ন

দলের সঙ্গে যোগ দেয়ার মাত্র চারদিনের মাথায় ম্যানচেস্টার ইউনাইটেডের শুরুর একাদশে জায়গা নেন পল পগবা। আর অধিনায়কের আর্মব্যান্ড বেঁধে ম্যাচে উজ্জ্বল নৈপুণ্য শেষে কোচ হোসে মরিনহোর প্রশংসায় ভাসেন এ ফরাসি মিডফিল্ডার। শুক্রবার ইংলিশ প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ে পেনাল্টিতে গোল আদায় করেন পগবা। আর ম্যাচ শেষে ম্যানইউ কোচ বলেন, পগবা বিস্ময়কর। আমরা ভেবেছিলাম বড় জোর ৬০ মিনিট খেলতে পারবে কিন্তু অবলীলায় ৮০ মিনিট খেললো সে।
ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ের পরই পল পগবার ক্লাব বদলের গুঞ্জন ওঠে। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে বার্সেলোনায় যোগ দেয়ার সম্ভাবনা উঠে আসে সংবাদমাধ্যমে। ট্রান্সফার ফি’র পাশাপাশি ইয়েরে মিনা ও আন্দ্রে গোমেজের বিনিময়ে পগবাকে পেতে প্রস্তাব দেয় বার্সা। এক বাক্যে তা নাকচ করে ম্যানইউ। এরইমধ্যে ইংলিশ ফুটবলের গ্রীষ্মকালীন দলবদল শেষ হয়েছে। ডেডলাইন ডে ছিল ৯ই আগস্ট। শেষ দিনে বার্সা থেকে মিনা ও গোমেজকে দলে ভেড়ায় এভারটন। সময়সীমা শেষ হলেও ৩১শে আগস্ট পর্যন্ত ধারের চুক্তিতে এবং ফ্রি ট্রান্সফার খেলোয়াড় কিনতে পারবে প্রিমিয়ার লীগের ক্লাবগুলো। স্থায়ী চুক্তিতে খেলোয়াড় কিনতে না পারলেও তাদের খেলোয়াড় বিক্রির সুযোগ রয়েছে। অর্থাৎ, ইউরোপের অন্য ক্লাবগুলো নিজেদের ডেডলাইন ডে পর্যন্ত প্রিমিয়ার লীগ থেকেও খেলোয়াড় কিনতে পারবে। সেক্ষেত্রে বার্সার পগবাকে পাওয়ার আশা শেষ হয়ে যায়নি। সেই সম্ভাবনা দেখছেন না ম্যানইউর পর্তুগিজ কোচ হোসে মরিনহো। তার চোখে ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার ম্যানইউতে খুশি ও গর্বিত। মরিনহো বলেন, ‘পগবা ছুটি কাটিয়ে সোমবার ক্লাবে ফিরেছে। আমার উপলব্ধি সে ম্যানইউতে খুশি। এই ক্লাবের জার্সিতে সে গর্বিত এবং তার মধ্যে কঠোর পরিশ্রম করার আকাঙ্ক্ষা রয়েছে। সোমবার থেকে চমৎকারভাবে অনুশীলন করছে। পগবা এমন একজন খেলোয়াড় যাকে নিয়ে আমাকে কথা বলতে হবে।’ পগবার ফুটবলের হাতেখড়ি ম্যানইউর একাডেমিতে। ২০১১ সালে পেশাদার ফুটবলে অভিষেকের আগে দুই বছর রেড ডেভিলদের বয়সভিত্তিক দলে খেলেন তিনি। ২০১২ সালে জুভেন্টাসে যোগ দেন পগবা। তুরিনে চার মৌসুম কাটিয়ে ২০১৬ সালে ওল্ড ট্রাফোর্ডে প্রত্যাবর্তন হয় পগবার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status