খেলা

নেইমার-ইনিয়েস্তার বিকল্প কুটিনহো

স্পোর্টস ডেস্ক

১২ আগস্ট ২০১৮, রবিবার, ৯:৫৫ পূর্বাহ্ন

বার্সেলোনায় ‘নতুন নেইমার’ হয়ে উঠতে পারেন ফিলিপ্পে কুটিনহো। আন্দ্রেস ইনিয়েস্তার অভাব পূরণেরও সামর্থ্য রাখেন এই ব্রাজিলিয়ান। সর্বোপরি ন্যু ক্যাম্পে কুটিনহোর প্রভাব নিয়ে আশাবাদী বার্সা ও লিভারপুলের সাবেক তারকা লুইস গার্সিয়া। গত বছরের আগস্টে চার মৌসুমের বার্সা অধ্যায়ের ইতি টেনে ট্রান্সফার ফি’র বিশ্ব রেকর্ড গড়ে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) নাম লেখান নেইমার। তার অভাব পূরণে প্রথমে উঠতি ফ্রেঞ্চ ফরোয়ার্ড উসমান দেম্বেলেকে দলে ভেড়ায় কাতালানরা। জানুয়ারিতে লিভারপুল ছেড়ে স্পেনে পাড়ি জমান কুটিনহো। মৌসুম শেষে শৈশবের ক্লাব বার্সা থেকে বিদায় নেন ইনিয়েস্তা। লিওনেল মেসির পর ক্লাবের সবচেয়ে বড় তারকা হওয়ার সব গুণাগুণই রয়েছে ২৬ বছর বয়সী কুটিনহেরা। মাঝমাঠ ও উইঙ্গার পজিশনে খেলতে সক্ষম এই প্লে-মেকার বার্সার জার্সিতে পূর্ণ মৌসুমের প্রস্তুতি নিচ্ছেন। বার্সার শুভেচ্ছাদূত হিসেবে কাজ করা গার্সিয়ার বিশ্বাস, সমর্থকদের আনন্দের উৎস হয়ে উঠতে পারেন কুটিনহো। তিনি বলেন, ‘বার্সায় অনেক কিছু বয়ে এনেছেন কুটিনহো। আমরা ইনিয়েস্তাকে মিস করতে যাচ্ছি। আপনি অনেক বছর ধরে এরকম স্পেশাল খেলোয়াড় দেখবেন না। ইনিয়েস্তার সঙ্গে কুটিনহোর খেলার মিল রয়েছে এবং সে দলকে গোল এনে দেয় যেটি মাঝ মাঠ থেকে দরকার।’ কুটিনহোর আগমনে নির্দিষ্ট খেলোয়াড়ের ওপর নির্ভরশীলতা কমে এসেছে বলে মনে করেন গার্সিয়া। এই স্প্যানিয়ার্ড বলেন, ‘একটা সময় আমরা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের অনেক বেশি নির্ভর করতাম।
কুটিনহো এমন একজন খেলোয়াড় যে একটি শটেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে যা আমরা দেখে অভ্যস্ত না।’ নেইমারের সঙ্গে তুলনা প্রসঙ্গে গার্সিয়া বলেন, ‘নেইমারের চেয়ে কুটিনহো ভিন্ন ধরনের খেলোয়াড়। কিন্তু বার্সায় সে নেইমারের মতোই প্রভাব রাখতে পারে কারণ সে অনেক গোল করতে পারে। বল পায়ে নেইমার আকর্ষণীয় হলেও কার্যকারিতার দিক থেকে দুজন একই রকম। ফ্রি-কিকে কুটিনহো কতটা ভালো সেটি দেখতে হবে। শুরুটা খারাপ হলেও ক্রমেই আধিপত্য দেখায়। মানুষও দেখছে সে কতটা ভালো।’ বার্সার হয়ে ১৮৬ ম্যাচে ১০৫ গোল করেন নেইমার। এর মধ্যে ২০১৪-১৫ মৌসুমে ৩৯ বার নিশানাভেদ করেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ওই মৌসুমেই জেতেন ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা। বার্সায় অর্ধেক মৌসুমে কুটিনহোর নামের পাশে ২২ ম্যাচে ১০ গোল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status