খেলা

কোনো খেলোয়াড় না কিনে রেকর্ড স্পারদের

স্পোর্টস ডেস্ক

১২ আগস্ট ২০১৮, রবিবার, ৯:৫৫ পূর্বাহ্ন

২০০৩ সালে প্রিমিয়ার লীগের দলবদলের পদ্ধতি চালু হয়। এরপর ১৪ বছর ধরে প্রতিটি ক্লাব অন্তত একজন করে খেলোয়াড়কে কিনেছে বা দলে নিয়েছে। কিন্তু এবার ভিন্ন নজির গড়লো টটেনহ্যাম হটস্পার। এই মৌসুমের শুরু থেকেই দলে নেয়ার ব্যাপারে নীরব ছিল টটেনহ্যাম। এবারের গ্রীষ্মকালীন দলবদলে একজন খেলোয়াড়কেও কিনেনি তারা। এমনকি ধারেও কাউকে দলে ভেড়ায়নি টটেনহ্যাম। শেষ দিকে এসে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ডিফেন্ডার কুরুজাওয়াকে নেয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত নেয়নি। শুধু প্রিমিয়ার লীগ নয়, ইউরোপের অন্য শীর্ষ চার লীগের প্রত্যেক দলই একজন না একজন খেলোয়াড়কে দলে নিয়েছে। এমনকি ইংল্যান্ডের চতুর্থ বিভাগ পর্যন্তও সব ক্লাব অন্তত কাউকে না কাউকে কিনেছে বা দলে নিয়েছে। টটেনহ্যাম কোচ মাউরিসিও পচেত্তিনো অবশ্য কাউকে না কিনতে পেরে অসন্তুষ্ট নন। কেউ না এলেও টটেনহ্যাম থেকে সেভাবে কেউ যায়ওনি। শুধু দুজনকে ধারে পাঠিয়েছে তারা। কিছুদিনের মধ্যেই দলটির সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন হ্যারি কেইন, ক্রিস্টিয়ান এরিকসেনরা। পচেত্তিনো আশাবাদী, গত মৌসুমের সাফল্যের পুনরাবৃত্তি করতে পারবে তার দল। এবারের গ্রীষ্মকালীন দল বদলে ইংলিশ দলগুলো খেলোয়াড় কিনতে খরচ করে ১৩ হাজার ৮৪ কোটি টাকা। খেলোয়াড় কেনায় সবচেয়ে বেশি অর্থ (১৭৭ মিলিয়ন পাউন্ড) ব্যয় করে লিভারপুল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status