খেলা

ধোনি আম্পায়ারের কাছ থেকে বল নিয়েছেন কেন?

স্পোর্টস ডেস্ক

১২ আগস্ট ২০১৮, রবিবার, ৯:৫৪ পূর্বাহ্ন

ভারতের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়কের ছবিটা মহেন্দ্র সিং ধোনির। আরো একবার নিজের ক্রিকেট বুদ্ধির পরিচয় দিলেন ‘মিস্টার কুল ক্যাপ্টেন’ খ্যাত ভারতের সাবেক এই অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে শেষে আম্পায়ারের কাছ থেকে ম্যাচের বল চেয়ে নেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। এটাকে অনেকেই ধোনির অবসরে যাওয়ার ইঙ্গিত ভেবে নিয়েছেন। কিন্তু ঘটনার কারণ ভিন্ন। আম্পায়ারের কাছ থেকে বল চেয়ে নেয়ার পেছনে রয়েছে ধোনির সুদূরপ্রসারী ভাবনা। কারণটা সংবাদমাধ্যমের কাছে খোলাসা করেছেন ধোনি নিজেই। ইংল্যান্ডে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই আম্পায়ারের কাছ থেকে বল চেয়ে নিয়েছেন তিনি। আইসিসি ক্রিকেট ডট কমে দেয়া সাক্ষাৎকারে ধোনি বলেন, ‘যেহেতু পরবর্তী বিশ্বকাপটা ইংল্যান্ডেই হবে তাই আমাদের জানা দরকার এখানে রিভার্স সুইং পেতে আসলে কী করতে হবে। আমাদের প্রতিপক্ষ দল (ইংল্যান্ড) উইকেটের দুই পাশেই রিভার্স সুইং আদায় করে নিচ্ছিল। তাই আমি আম্পায়ারের কাছ থেকে বলটা নিয়েছি।’ তার পরিকল্পনার ব্যাখ্যায় ধোনি বলেন, ‘পঞ্চাশ ওভার শেষে বলটা আইসিসির কোনো কাজে আসে না। তাই ম্যাচ শেষে আম্পায়ারের কাছে অনুরোধ করলাম বলটা আমাকে দিয়ে দিতে। পরে এটি আমি আমাদের বোলিং কোচকে দিয়েছি যাতে তিনি আমাদের বোলারদের নিয়ে রিভার্স সুইংয়ের ব্যাপারে কাজ করতে পারেন।’ আইসিসির শীর্ষ ১০ দলের অংশগ্রহণে আগামী বছর ৩০শে মে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হবে ২০১৯ বিশ্বকাপ আসর। এবার আসরের প্রথম পর্বে রাউন্ড রবিন লীগ ভিত্তিতে প্রত্যেক দল একে অপরের মুখোমুখি হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status