এক্সক্লুসিভ

বর্ষায় ভারতে ৭১৮ জনের প্রাণহানি

কলকাতা প্রতিনিধি

১২ আগস্ট ২০১৮, রবিবার, ৯:৩৪ পূর্বাহ্ন

এ বছর বর্ষায় এখন পর্যন্ত ভারতে মোট ৭১৮ জনের প্রাণহানি হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের এক হিসাবে বলা হয়েছে, বৃষ্টি ও বর্ষায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে কেরালায়। জানানো হয়েছে, এই বাদল মওসুমে সাতটি রাজ্য বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির  স্বরাষ্ট্রমন্ত্রকের ন্যাশনাল ইমারজেন্সি রেসপন্স  সেন্টার বা এনইআরসি জানিয়েছে,  কেরালায় এখন পর্যন্ত ১৭৮  জনের মৃত্যু হয়েছে।  ১৭১ জনের মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশে। তার পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যে মৃত্যু হয়েছে ১৭০ জনের। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৩৯ জনের। গুজরাটে মৃত্যুর সংখ্যা ৫২, আসামে ৪৪ ও নাগাল্যান্ডে ৮। এনইআরসি আরো জানিয়েছে, সবচেয়ে খারাপ অবস্থা  কেরালায়। সেখানে এখনো ২১ জন নিখোঁজ। পশ্চিমবঙ্গে নিখোঁজ ৫। যদিও সরকারি সূত্রে এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি। সাতটি রাজ্য মিলিয়ে বর্ষা ও বন্যায় ২৪৪ জন আহত হয়েছেন। মহারাষ্ট্রের ২৬টি জেলা জলমগ্ন হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের ২২টি জেলা, আসামের ২৩টি জেলা, কেরালার ১৪টি জেলা, উত্তরপ্রদেশের ১২টি জেলা, নাগাল্যান্ডের ১১টি জেলা ও গুজরাটের ১০টি জেলা পুরোপুরি জলের তলায় চলে গেছে। এরআগে, জুন মাসে দেশের পাঁচ রাজ্যে বৃষ্টি ও বন্যার জেরে ৪৬৫ জনের মৃত্যু খতিয়ান তুলে ধরেছে এনইআরসি। এতে বলা হয়েছে, বৃষ্টি ও বন্যার কারণে মহারাষ্ট্র, কেরালা, পশ্চিমবঙ্গ, গুজরাট ও আসামে মৃত্যু হয়েছে যথাক্রমে ১৩৮, ১২৫, ১১৬, ৫২ ও ৩৪ জনের। এনইআরসি’র তরফে জানানো  হয়েছে, মহারাষ্ট্রের ২৬টি, পশ্চিমবঙ্গের ২২টি, আসামের ২১টি,  কেরালার ১৪টি এবং গুজরাটের ১০টি জেলায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status